ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি তা নিয়ে আলোচনা।
ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি এই সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা হয়তো অনেক ওয়েবসাইট ঘুরে দেখেছেন কিন্তু এই বিষয়ে সঠিক কোন তথ্য পাচ্ছেন না। তাহলে আপনি আজকে এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে ম্যাক্সপ্রো ম্যাপস ২০ এর কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
তাছাড়াও এখানে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। তাই আপনারা এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। তা না হলে আপনাদের অনেক কিছু অজানা থেকে যেতে পারে।
গর্ভাবস্থায় কি ম্যাক্সপ্রো এমইউপিএস নিরাপদ?
আপনারা জানতে চেয়েছেন যে, গর্ভ অবস্থায় ম্যাক্সপ্রো এমইউপিএস খাওয়া গর্ভবতী নারীদের জন্য নিরাপদ কিনা এই সম্পর্কে? আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা এ সম্পর্কে সঠিক ধারণা পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের আর্টিকেলটি শুরু করা যাক। ম্যাক্সপ্রো ম্যাপস এই ঔষধটি ইসোমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ।
ম্যাক্সপ্রো ঔষধ টি গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোন নির্দেশনা এখনো সঠিক রূপে প্রতিষ্ঠিত হয়নি। তবে জীবজন্তুর ওপর পরীক্ষা করে কোন বিকলাঙ্গ জনিত ফলাফল এখনো পাওয়া যায়নি। তাই এই ঔষধটি গর্ভবতী মহিলাদের জন্য গর্ভাবস্থায় খাওয়া তাদের জন্য নিরাপদ হবে। কারণ এই ওষুধটি মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের ওপর কোন ধরনের প্রভাব জনিত তথ্য পাওয়া যায়।
তাই এজন্যই ম্যাক্সপ্রো ঔষধটি গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের জন্য নিরাপদ। তবে এই ওষুধটি স্তন্যদান বা সন্তানকে দুধ খাওয়ানোর সময় এই ওষুধটি কিছুটা বিরূপ প্রভাব ফেলতে পারে। এজন্যই স্তন্যদান করার সময় এই ওষুধটি সেবন না করায় ভালো।
ম্যাক্সপ্রো কিসের জন্য ব্যবহার করা হয়?
আজকের আর্টিকেলে আপনারা জানতে চেয়েছেন ম্যাক্সপ্রো ঔষধ কিসের জন্য ব্যবহার করা হয়? এ আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিচে ম্যাক্সপ্রো ঔষধটি কিসের জন্য ব্যবহার করা হয় এ বিষয়ে আলোচনা করা হলোঃ
ম্যাক্সপ্রো সাধারণত একটি গ্যাসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তবে এটি প্রোটন পাম্প ইনহিবিটর যা এসিড সম্পর্ক বিভিন্ন অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়াও এই ঔষধটি গ্যাস্ট্রোইসোফাগিয়াল রিফ্লাক্স রোগ, ইরোসিভ ইসোফাগাইটিস, পেপ্টিক অ্যালসার, জোলিঙ্জার-এলিসন সিন্ড্রোম, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ইত্যাদি অ্যাসিড-সম্পর্কিত বিভিন্ন অসুখের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
উক্ত রোগ বালাই ছাড়াও আরো বিভিন্ন ধরনের রোগের জন্য যেমনঃ মাথাব্যথা, বমি, পাচার সমস্যা, পেটে ব্যথা, পেটের গ্যাস ইত্যাদি এই সকল সমস্যা গুলো দেখা দিলে এই ওষুধটি হওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। তাছাড়াও ম্যাক্সপ্রো ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে।
ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি
ম্যাক্সপ্রো ম্যাপস এর অর্থ হলো মাল্টি ইউনিট পিলেট সিস্টেম। এই ঔষধটি মডিফাইড রিলিজ কোর্টেড পিলেটস দ্বারা গঠিত বলেই ট্যাবলেটের নাম ম্যাপস ট্যাবলেট হয়েছে। এই ঔষধটি ইসমিপ্রাজল গ্রুপের ঔষধ। আর ইসোমিপ্রাজল গ্রুপের ঔষধ আমাদের দেহের মধ্যে প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল H+/K+ ATPase এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্থ করে।
এটি প্রোটন পাম্প ইনহিবিটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিকতর এসিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেটে রয়েছে ইসোমিপ্রাজল এন্টেরিক কোর্টেড ম্যাপস ১৩৩.৩৩ মিগ্রা যা ইসোমিপ্রাজল ইউএসপি ২০ মিগ্রা – এর সমতুল্য। এই ওষুধটি সাধারণত গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার এই সকল রোগের জন্য এই ঔষধটি সেবন করা হয়ে থাকে।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর দাম কত
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট টি ইসমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ। বর্তমানে বাংলাদেশে এর প্রতিটি ঔষধের মূল্য ১০ টাকা করে। আর এর প্রতিটি পাতা ১৪০ টাকা করে। আর এর প্রতিটি পাতায় রয়েছে ১৪ টি করে ঔষধ। তাছাড়াও এই ঔষধের মূল্য বিভিন্ন দোকানে কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনারা যদি এক পাতা ঔষধ কিনেন তাহলে প্রতিটি পাতায় কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন।
ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
ম্যাক্সপ্রো ম্যাপস ২০ খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে এই ওষুধটি খাবার খাওয়ার এক ঘন্টা পূর্বে এটি সেবন করা উচিত। তবে রোগের ধরন অনুযায়ী বা ডাক্তারের সুপারিশ কৃত মাত্রা ও প্রয়োগের উপর নির্ভর করে এই ওষুধটি সেবন করা উত্তম। তবে সাধারণত ডাক্তাররা ম্যাক্সপ্রো ম্যাপস ২০ ঔষধটি দৈনিক একটি করে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
আর এই ওষুধটি রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন অবশ্যই এই ঔষধটি চালিয়ে যেতে হবে। আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এই ওষুধটি দৈনিক ২০ থেকে ৪০ মিলিগ্রাম পর্যন্ত চর থেকে ৮ সপ্তাহ সেবন করতে হবে। আর এই ওষুধটিকে ডাক্তাররা কামরে বা চুষে খাওয়া থেকে বিরত থাকতে বলে থাকে।
তাছাড়াও এই ওষুধটি যদি কারো গিলে খেতে সমস্যা হয় তাহলে এটিকে আধা ক্লাস পানির মধ্যে ম্যাক্সপ্রো ম্যাপ ২০ ট্যাবলেটটি গুঁড়ো করে মিশিয়ে সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়াও আপনারা এই ঔষধটি সঠিক নিয়ম জানার জন্য আপনার পার্শ্ববর্তী ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম-নীতি মেনে এই ওষুধটি খেতে পারেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ম্যাক্সপ্রো ম্যাপস ২০ এর কাজ কি এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়াও আপনারা এখানে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল করার জন্য আমার ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা লিখে পাবলিশ করে থাকি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url