শীতের জন্য কোন ফেসওয়াস ভালো তা নিয়ে বিস্তারিত আলোচনা।
শীতের জন্য কোন ফেসওয়াশ ভালো এ সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব। শীতকাল আসলেই আমাদের ত্বক হয় রুক্ষ ও শুষ্ক। আর এ সময় সঠিক ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া হলে তখন উজ্জ্বল ও লাবণ্যময়। তাই কি দিয়ে মুগ্ধ বা হচ্ছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা শীতের জন্য কোন ফেসওয়াশ আমাদের ত্বকের জন্য ভালো হবে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
তাছাড়াও আজকের এই আর্টিকেলে আপনারা, শীতের জন্য কোন ক্রিম, ময়েশ্চারাইজার,বডি লোশন ভালো হবে সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তাই আপনারা আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক।
শীতের জন্য কোন ক্রিম ভালো হবে
শীতকাল এলেই আমাদের ত্বকের শুষ্কতার সমস্যা দেখা দেয়। আর যারা সারা বছর অন্যান্য সময়ে তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগে, তাদের ত্বকেও এ সময়ে টান ধরে। তার কারণ হচ্ছে শীতের সময় আবহাওয়া শুষ্ক থাকে। আর এজন্যই শীতে ত্বকের যত্ন নিতে একটি ভালো ক্রিম অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতে ত্বক শুষ্ক, খসখসে এবং রুক্ষ হতে পারে।
তাই এ সময় এমন একটি ক্রিম বেছে নিতে হবে যা আমাদের ত্বককে গভীরভাবে আদ্রতা প্রদান করে এবং ত্বককে নরম রাখতে সাহায্য করে। সেটাই যেসব ক্রিমগুলো আমাদের ত্বকে ভালো কাজ করে তা নিচে আলোচনা করা হলোঃ
- পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলি: এটি শীত কালে ত্বকের জন্য খুবই ভালো মানের একটি ক্রিম। পেট্রোলিয়াম জেলি আমাদের ত্বকে গভীরভাবে আদ্রতা প্রদান করে এবং ত্বককে শুষ্কতা থেকে দূরে রাখতে সাহায্য করে।
- হিমালায়া নারিসিং স্কিন ক্রিম: হিমাল এয়ার ক্রিমটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা আমাদের ত্বকে অতিরিক্ত আদ্রতা প্রদান করে এবং ত্বককে শুষ্কতা থেকে বাঁচতে সাহায্য করে।
- নিভিয়া ক্রিম: নিভিয়া ক্রিম একটি প্রিয় ব্র্যান্ড যা শীতকালে ত্বকে গভীরভাবে ময়েশ্চারাইজিং প্রদান করে। এই ক্রিমটি আমাদের ত্বককে হাইড্রেট রাখে এবং শীতের তীব্রতা থেকে সুরক্ষা দেই।
- ল্যাকমে ক্রিম: এই ক্রিমটি আমাদের ত্বককে করে মসৃণ এবং নরম রাখে পাশাপাশি এটি আমাদের ত্বকে অতিরিক্ত তেল হওয়া থেকেও রক্ষা করতে সাহায্য করে।
- পন্ডস কোল্ড ক্রিম: এই ক্রিমটি আমাদের ত্বককে সুরক্ষা প্রদান করে এবং শীতের আদ্রতা বজায় রাখে। এটি বিশেষত শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী একটি ক্রিম।
শীতে কোন ময়েশ্চারাইজার ভালো
শীতকাল আসলে আমাদের ত্বকের আদ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়। যার ফলে আমাদের ত্বকের পিগমেন্টেশনের সমস্যা থেকে শুরু করে আমাদের ত্বক খসখসে হয়ে যায়। সেই সাথে আমাদের ত্বক ফাটার মত সমস্যা দেখা দিয়ে থাকে। আর এজন্য শীতে আমাদের ত্বককে আদ্র রাখা অত্যন্ত জরুরি। আর এজন্য আমাদের শীতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
আর এই শীতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করার ফলে এটি আমাদের ত্বকের আদ্রতা ঠিক রাখতে সাহায্য করবে এবং আমাদের ত্বকের বাইরে একটি প্রতিরোধক স্তর তৈরি করবে। যার ফলে বাইরের ক্ষতিকারক জীবাণু বা ধূলিকণা আমাদের ত্বকের ক্ষতি করতে পারবেনা। আর এজন্যই আমাদের সকলের উচিত হবে শীতের সময় ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করা।
কিন্তু আমরাদের অনেকেরই ভালো ময়েশ্চারাইজার বা কোন ত্বকে কোন ময়েশচারাইজার ব্যবহার করা ভালো হবে এই সম্পর্কে জানা নেই। নিচে কয়েকটি শীতের জন্য ভালো ময়েশ্চারাইজারের নাম উল্লেখ করা হলোঃ
- Lilac Brightening Moisturiser
- Jergens Softening Musk Moisturizer
- Simple Kind to Skin Replenishing Rich Moisturizer
- CeraVe Moisturizing Cream for Normal To Dry Skin
- Timeless Skin Collagen Elastin Facial Moisturizer
আপনারা আপনাদের ত্বকের জন্য শীতকালে উপরের কয়েকটি ময়েশ্চারাইজার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। কারণ উক্ত ময়েশ্চারাইজার গুলো খুবই ভালো মানের ময়শ্চারাইজার। যা শীতকালে আমাদের ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে এবং ত্বককে রাখে নরম ও মসৃণ।
শীতের জন্য কোন ফেসওয়াস ভালো
শীতের জন্য কোন ফেশওয়াস ভালো? আমরা এখন এই বিষয়ে জানব। শীতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই শীতকালে এমন ফেসওয়াশ ব্যবহার করা উচিত যা আমাদের ত্বককে আদ্র রাখতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। শীতের জন্য কিছু ভালো ফেসওয়াশের উপাদান হলো এটি তক্কে হাইড্রেটিং, ময়েশ্চারাইজিং এবং নরম ও স্নিগ্ধ প্রভাব তৈরি করে। নিচে এমন কয়েকটি ফেসওয়াশের নাম উল্লেখ করা হলো যেগুলোর মধ্যে এই সকল উপাদান বিদ্যমান রয়েছে।
- CeraVe Hydrating Cleanser: এটি একটি হাইড্রেটিং ফেসওয়াশ যা আমাদের ত্বকে শুষ্কতা থেকে রক্ষা করে এবং ত্বকের প্রাকৃতিক প্রটেকটিভ ব্যারিয়ার ঠিক রাখে। পাশাপাশি এতে ময়েশ্চারাইজিং উপাদান যেমন হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে।
- Neutrogena Hydro Boost Water Gel Cleanser: এই ফেসওয়াশটি আমাদের ত্বককে কোমল ও আদ্র রাখে এবং শীতকালে আমাদের ত্বককে অতিরিক্ত তেল অপসারণ না করে আমাদের ত্বককে ময়েশ্চারাইজিং করতে সাহায্য করে।
- Vitamin E Gentle Face Wash: এই ফেসওয়াশের মধ্যে রয়েছে ভিটামিন ই যা আমাদের ত্বককে সুরক্ষা এবং ময়েশ্চারাইজেশন প্রদান করে। পাশাপাশি এটি আমাদের শীতকালে শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী একটি ফেসওয়াশ।
- Aveeno Ultra-Calming Foaming Cleanser: এটি আমাদের শুষ্ক ও স্নিগ্ধ ত্বকের জন্য বেশ উপযুক্ত একটি ফেসওয়াশ। এটি আমাদের ত্বককে শান্ত ও ময়শ্চেরাইজ করে রাখে। এটি আমাদের ত্বকে এলার্জি প্রমোটিং নয় এবং ত্বককে হালকা রাখতে সাহায্য করে।
- Milk Face Wash: মিল্ক ফেসওয়াশ এর মধ্যে রয়েছে দুধের উপাদান। যা শীতকালে ব্যবহার করার ফলে এটি আমাদের ত্বককে রুক্ষ ও শুষ্ক হওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে।
শীতকালে শুষ্ক ত্বকের জন্য কোন ক্রিম ভালো?
ই পর্বে আমরা শীতকালে শুষ্ক ত্বকের জন্য কোন ক্রিম ভালো সে বিষয়ে জানব। শীতকালে শুষ্ক ত্বকের জন্য কিছু বিশেষ ক্রিম রয়েছে, যে সকল ক্রিমগুলো আমাদের ত্বককে ময়েশ্চারাইজ এবং হাইড্রেট রাখতে সাহায্য করে। বিশেষ করে শীতকালে আমাদের সবার ত্বক শুষ্ক হয়ে যায়, তাই এই সময় আমাদের শুষ্ক ত্বককে যে ক্রিমগুলো গভীরভাবে তাকে আদ্রতা সরবরাহ করতে পারে সেই সকল ক্রিম বেছে নিতে হবে। নিচে এই সকল কিছু ক্রিমের নাম উল্লেখ করা হলোঃ
- Neutrogena Hydro Boost Water Gel: এই ক্রিমটি আমাদের ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং এটি আমাদের ত্বককে আদ্রতা প্রদান করে।
- Cerave Moisturizing Cream: এই ক্রিমটি শীতকালে আমাদের ত্বককে গভীরভাবে হাইড্রেটিং করে। পাশাপাশি এর মধ্যে রয়েছে সিরামাইড, যা আমাদের ত্বকের প্রাকৃতিকভাবে প্রটেকটিভ করে।
- Eucerin Advanced Repair Cream: এই ক্রিমটি আমাদের শুষ্ক ত্বকের জন্য খুবই উপযোগী একটি ক্রিম। বিশেষ করে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক বা রুক্ষ হয়ে থাকে তাদের জন্য খুবই উপকারী একটি ক্রিম।
- Vaseline Intensive Care Deep Moisture Jelly Cream: এই ক্রিমটি আমাদের ত্বকের গভীরে পৌছায় এবং পক্ষে শুষ্কতা থেকে রক্ষা করে ত্বককে মসৃণ করে তোলে।
- Biotique Bio Winter Cherry Rejuvenating Cream: এটি একটি হারবাল ক্রিম যা আমাদের ত্বকে হাইড্রেট করে এবং শীতকালীন শুষ্কতা হওয়া থেকে রক্ষা করে।
- L'Occitane Shea Butter Ultra Rich Cream: শিয়া বাটার সমৃদ্ধ এই ক্রিমটি আমাদের ত্বকের শুষ্কতা দূর করে এবং তককে করে মোলায়েম ও সজীব রাখে।
শীতের জন্য কোন বডি লোশন ভালো
ইতিপূর্বে আমরা শীতকালীন বিভিন্ন ধরনের ক্রিম, ময়েশ্চারাইজার, ফেসওয়াশ এ সকল সম্পর্কে জানলাম। এই পর্বে আমরা শীতের জন্য কোন বডি লোশন ভালো সেই সম্পর্কে বিস্তারিত জানব। শীতের সময় আমাদের ত্বক হয় শুষ্ক এবং খসখসে।
তাই এ সময় আমাদের এমন এক ধরনের বডি লোশন ব্যবহার করা উচিত যা আমাদের গভীরভাবে ময়শ্চারাইজ করবে এবং দীর্ঘ সময়ের জন্য ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শীতের জন্য কিছু ভালো মানের বডি লোশন এর সম্পর্কে। নিচে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলোঃ
- নিভিয়া ইনডুলজেন্স বডি লোশন: এর মধ্যে রয়েছে শিয়া বাটার এবং ম্যান্ডেল অয়েল, যা শীতের সময় আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
- হিমালয়া হার্বালস কোকো বাটার ইনটেনসিভ বডি লোশন: এই বডি লোশন টি ব্যবহার করার ফলে এটি আমাদের ত্বকের হারানো আদ্রতা ফেরাতে সাহায্য করে। পাশাপাশি এটি আমাদের ত্বককে নরম ও লাবণ্যময় করে তুলে।
- বাথ অ্যান্ড বডি ওয়ার্কস শিয়া বাটার বডি লোশন: এই বডি লোশনটি ব্যবহার করার ফলে এটি আমাদের ত্বকে প্রদান করে ভিটামিন ই এর উপাদান। যার ফলে আমাদের ত্বক হয় কোমল ও মসৃণ।
- অলিভ অয়েল হোয়াইটেনিং বডি লোশন: এই বডি লোশন টি ব্যবহার করার ফলে এটি আমাদের ত্বকের শুষ্কতা দূর করে এবং আমাদের ত্বককে টানটান করে তুলতে সাহায্য করে।
- ভ্যাসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়েশ্চার বডি লোশন: এই বডি লোশনটি একটি সুগন্ধী মুক্ত ক্লাসিক বডি লোশন। এটি শীতকালে শুষ্ক আবহাওয়া থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে।
লেখক এর শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের মাঝে শীতে কোন ধরনের ফেসওয়াশ, বডি লোশন, ক্রিম, ময়শ্চারাইজার ভালো হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা এই সকল বিষয়ে বিস্তারিত জানতে বুঝতে পেরেছেন। আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এ ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা লিখে পাবলিশ করে থাকি। আর এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url