ইমিসটেট সিরাপ এর কাজ ও ইমিসটেট ট্যাবলেট খাওয়ার নিয়ম। বিস্তারিত জানুন
ইমিসটেট সিরাপ এর কাজ ও ইমিসটেট ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত জানবো। আপনারা হয়তো বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন এই সম্পর্কে কিন্তু হয়তো আপনি নির্ভরযোগ্য কোন তথ্য পাচ্ছেন না। তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি ইমিসটেট সিরাপ এর কাজ ও ইমিসটেট ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে।
তাছাড়া আমরা এখানে ইমিসটেট কিসের ঔষধ, ইমিসটেট ট্যাবলেট এর দাম ও ইমিসটেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে। তাই আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক।
Emistat কিসের ঔষধ
Emistat ঔষধ টি হলো অনড্যানসেট্রন গ্রুপের হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ঔষধ। আর এই ওষুধটি সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন এমিটোজেনিক ক্যান্সার কেমোথেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়াও এই ঔষধটি অস্ত্রপাচার পরবর্তী বমি বমি ভাব ও বমি প্রতিরোধ সহ রেডিওথেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা বলতে পারি যে, Emistat ওষুধটি সাধারণত বমির ঔষধ হিসেবে পরিচিত এবং বমি বমি ভাব সমস্যা প্রতিরোধ করতে এই ঔষধটি সেবন করা হয়।
ইমিসটেট ট্যাবলেট এর দাম
ইমিসটেট ওষুধটি কমবেশি আমাদের সকলেরই পরিচিত একটি ঔষধ। যা সাধারণত বমি প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে আমরা অনেকেই এই ঔষধিক মূল্য নিয়ে মাঝে মাঝে বিভ্রান্ততে পড়ে থাকি। বর্তমানে আমাদের দেশে ইমিসটেট ট্যাবলেটটির মূল্য ১২ টাকা করে। আর এর প্রতিটি পাতায় দশটি করে ঔষধ রয়েছে যার জন্য প্রতিটি পাতার মূল্য ১২০ টাকা করে।
তবে বিভিন্ন দোকানে এই ওষুধটির মূল্য কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনারা যে কোন দোকানে প্রতিটি ঔষধ এর মূল্য বারো টাকা করেই পেয়ে যাবেন। আর এর প্রতিটি বক্সের মূল্য ৬০০ টাকা করে। যার প্রতিটি বক্সের মধ্যে রয়েছে ৫ টি করে পাতা।
ইমিসটেট সিরাপ এর কাজ
ইমিসটেট সিরাপ এর কাজ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। এই ঔষধটি ও অনড্যানসেট্রন গ্রুপের হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি সিরাপ। এই ঔষধটিও বমি বমি ভাব প্রতিরোধ করার জন্য সেবন করা হয়। তবে এই ওষুধটির আরো কিছু কার্যকারিতা বা কাজ রয়েছে। যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা।
তাহলে আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইমিসটেট সিরাপ এর কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিচে ইমিসটেট সিরাপ এর কাজ সম্পর্কে আলোচনা করা হলোঃ
- এই সিরাপটি ৬ মাস থেকে ১৮ বছরের শিশুদের কেমোথেরাপি জনিত বমি বমি ভাব দূর করতে সাহায্য করে।
- তাছাড়াও এটি রেডিওথেরাপি জনিত বমি বমি ভাব প্রতিরোধ করতে সাহায্য করে।
- এটি সার্জারী পরবর্তী বমি বমি ভাব ও বমি প্রতিরোধে সহায়তা করে।
- এই ঔষধটি অস্ত্রপােচার জনিত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধেও বিশেষভাবে কার্যকরী।
Emistat এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই পৃথিবীতে প্রত্যেকটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে, কিছু ঔষধের বেশি এবং কিছু ওষুধ কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। Emistat ওষুধটিও এর বাইরে নয়। এই ওষুধটিও সেবন করার ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- কোষ্ঠকাঠিন্য
- মাথাব্যথা
- মাথা ঘোরা
- ডায়রিয়া
- অনিদ্রা
- অতিসার
- অবসাদ
উক্ত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও এটির কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো হার্টের ছন্দে পরিবর্তন, এলার্জি প্রতিক্রিয়া, উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদস্পন্দন ইত্যাদি জনিত সমস্যা দেখা দিতে পারে।
ইমিসটেট ট্যাবলেট খাওয়ার নিয়ম
ইমিসটেট ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা এখন জানতে চেয়েছেন। ইমিসটেট ট্যাবলেটটি খাওয়ার বেশ কিছু নিয়ম নীতি রয়েছে। আর সেটি মূলত রোগের ধরন এর ওপর নির্ভর করে চিকিৎসকরা এই ঔষধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকে। সাধারণত এই ওষুধটি প্রতি কেজির জন্য ০.১৫ মিলিগ্রাম ঔষধ সেবন করানো হয়।
তাই আপনার ওজন যদি ৫০ কেজি হয় তাহলে আপনার জন্য Emistat 8mg সেবন করা উচিত। তবে এই ঔষধটি রোগের ধরন অনুযায়ী এর মাত্রা কিছুটা কম বেশি হতে পারে। আর এই ওষুধটি অবশ্যই আপনি খাবার খাওয়ার ৩০ থেকে ১ ঘন্টা পূর্বে খাবেন। আর তাছাড়াও ডাক্তাররা আপনাদের রোগের ধরন অনুযায়ী এই ঔষধটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বলে দেবে।
শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইমিসটেট সিরাপ এর কাজ ও ইমিসটেট ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তাছাড়াও আপনারা এখানে এই ঔষধটির সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছেন যেগুলো হয়তো আপনারা আগে জানতেন না। তাহলে আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করবেন যেন আমরা আপনাদের মাঝে এরকম নতুন নতুন বাংলা আর্টিকেল নিয়ে আসতে পারি। আর আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url