Betaval N Cream এর কাজ কি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন।
Betaval N Cream এর কাজ কি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে। আপনারা হয়তো এ বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না, তাহলে চিন্তার কোন কারণ নেই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি Betaval N Cream এর কাজ কি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।
এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে বিটাভ্যাল এন ক্রিম এর দাম, উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কেও আলোচনা করব। এজন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।
Betaval N Cream 15 mg ব্যবহারের নিয়ম
Betaval N Cream 15 mg ব্যবহারের নিয়ম সম্পর্কে আমরা এখন জানব। এই ক্রিমটি প্রতিদিন আপনার শরীরে আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে। যদি আপনার উক্ত উপসর্গ নিয়ন্ত্রিত হয় তবে এর মাত্রা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োগ মাত্রা কমিয়ে প্রতি ৭ দিনে একবার করে ব্যবহার বন্ধ করা উচিত হবে।
তবে এর জন্য আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। Betaval N Cream 15 mg শিশুর বয়স এক বছরের কম হলে এটি তাদের জন্য ব্যবহার করা যাবে না। কারণ শিশুদের ক্ষেত্রে চিকিৎসা কাল সাধারণ ক্ষেত্রে ৫ দিনের বেশি হওয়া উচিত নয়।
Betaval N Cream এর কাজ কি
Betaval N Cream মূলত তীব্র প্রদাহ জনিত চর্ম রোগের চিকিৎসায় যা অল্প ক্ষমতা সম্পন্ন কর্টিকোস্টেরয়েড দ্বারা চিকিৎসা সম্ভব নয় সেক্ষেত্রে বিটাভ্যাল এন ক্রিমটি ব্যবহার করা হয়। যেমন, এটোপিক একজিমা, স্পর্শ জনিত ত্বকের প্রদাহ, ডিসহাইড্রোসিস, এক্সফলিয়েটিভ, ডার্মাটাইসিস, ইনফ্যানটাইল একজিমা, ইন্টারট্রিগো।
আরো রয়েছে নিউরো ডার্মাটাইসিস, প্ররুরিটাস-এনাই, প্ররুরিটাস ভালভি, সোরিয়াসিস, সেবোরহিক ডার্মাটাইসিস, সোলার ডার্মাটাইসিস এর ক্ষেত্রে নির্দেশিত। এছাড়াও এটি যে সমস্ত ক্ষত স্যাঁতস্যাঁতে সে সমস্ত ক্ষতে এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী।
Betaval N Cream 15 mg এর উপকারিতা
বিটাভ্যাল এন ক্রিমটি ব্যবহার করার ফলে এর কিছু উপকারিতা রয়েছে। যেগুলো সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই জানা নেই। এজন্য আমরা আজকের এই আর্টিকেলের এই পর্বে Betaval N Cream 15 mg এর উপকারিতা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। এই ক্রিমটির প্রতি গ্রাম অয়েন্টমেন্টে রয়েছে বিটামিথাসন ভ্যালেরেট বিপি যা ১ মি.গ্রা. বিটামিথাসন এর সমতুল্য এবং নিওমাইসিন সালফেট ইউএসপি ৫ মি.গ্রা. দিয়ে তৈরি। নিচে এর উপকারিতা সম্পর্কে তুলে ধরা হলোঃ
- এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত চর্ম রোগের সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে।
- এছাড়াও এটি ফাংগাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ, ব্রণ এবং পেরিওরাল ডার্মাটাইসিস এর সমস্যা সমাধান করে থাকে।
- এর মধ্যে থাকা বিটামিথাসন ভেলেরেট একটি কার্যকরী স্থানিক কর্টিকোস্টেরয়েড জাতকের প্রদাহ দ্রুত কমায় এবং সোরিয়াসিস ধরনের চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে।
- তাছাড়া বিশেষ ধরনের পায়োডার্মায় সিস্টেমিক স্টেরয়েড থেরাপীর সাথে সহচিকিৎসা হিসেবে এটি অত্যন্ত উপযোগী।
Betaval N Cream এর দাম
Betaval N Cream এর দাম বর্তমান বাজারে প্রতি পাঁচ গ্রাম টিউবের দাম ১৮.৫৪ টাকা করে এবং এক প্রতি ১০ গ্রাম টিউবের দাম ২৬.৮৪ টাকা করে। তবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দোকানে এর দাম কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনারা প্রত্যেকেই প্রতি পাঁচ গ্রাম টিউবের দাম ১৮.৫৪ টাকা করে এবং এক প্রতি ১০ গ্রাম টিউবের দাম ২৬.৮৪ টাকার মধ্যে পেয়ে যাবেন।
Betaval N Cream এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রত্যেক জিনিসেরই যেমন উপকারিতা রয়েছে তেমনি তার কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বিটাভ্যাল এন ক্রিমটিও যেমন আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং চর্ম সংক্রান্ত রোগের সমস্যা সমাধান করে থাকে। তেমনি এটি ব্যবহারের ফলে এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেগুলো সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা অত্যান্ত জরুরী।
নিচে এর কিছু উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া গুলো তুলে ধরা হলোঃ
- ত্বকের চুলকানি
- ত্বকের জ্বালা
- শুষ্কতা
- ফলিকুলাইটিস
- পেরিওয়াল ডার্মাটাইসিস
- স্পর্শ জনিত ত্বকের এলার্জি
- হাইপারট্রিকোসিস
- ব্রণ জনিত ইরাপশন
এই সকল সাধারন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও এই ক্রিমটি লাগিয়ে বেঁধে রাখলে চামড়ায় ক্ষয়, অন্য ধরনের সংক্রমণ, এট্রফি, স্ট্রাইঈ, মিলিএরিয়া ইত্যাদি দেখা দিতে পারে।
শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা Betaval N Cream এর কাজ কি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে বিটাভ্যাল এন ক্রিমটির দাম, উপকারিতা এবং ব্যবহারের নিয়ম সম্পর্কেও আলোচনা করেছি। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন।
আর এ ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি। আপনাদের কোন ধরনের মন্তব্য থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url