জোলফিন ১০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
জোলফিন ১০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য পাচ্ছেন না, তাহলে চিন্তার কোন কারণ নেই আজকে এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি জোলফিন ১০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম সম্পর্কে।
এছাড়াও আজকের এই আর্টিকেলে জোলফিন ১০০ মি.গ্রা. এর কাজ কি, এর দাম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা করব। এজন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন।
Zolfin 100mg এর কাজ কি
Zolfin 100mg এর কাজ কি এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। জোলফিন ট্যাবলেট (এসিক্লোফেনাক ১০০ মি.গ্রা.) হলো একটি ব্যথা নাশক ঔষধ যা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয়। এই ঔষধটি মূলত এসিক্লোফেনাক সোডিয়াম নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি, যা একটি এনএসএআইডি (Non-Steroidal Anti-Inflammatory Drug) শ্রেণির ওষুধ।
এই ট্যাবলেট টি কাজ করে সাধারণত মাংসপেশি, হার বা জয়েন্টের প্রদাহ জনিত ব্যথা উপশম করতে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে এটি আর্থ্রাইটিস (যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস) এবং স্নায়বিক ব্যথা (যেমন সায়াটিকা) এর চিকিৎসায় এটি কার্যকর ভূমিকা পালন করে। এটি এসিক্লোফেনাক প্রদাহ কমাতে সাহায্য করে এবং ব্যথার অনুভূতি কমাতে সাহায্য করে থাকে।
Zolfin 100mg ট্যাবলেটটি ইনফ্ল্যামেশন বা প্রদাহ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতিতে উপকারিতা দিতে পারে। এটি কাজ করে মূলত সাইক্লোঅক্সিজিনেজ (COX) এনজাইমের কার্যক্রম বন্ধ করার জন্য যা আমাদের শরীরে ব্যথা সৃষ্টি করতে সহায়ক। ফলে এই ট্যাবলেটটি গ্রহণের মাধ্যমে এটি শরীরের ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে।
জোলফিন ১০০ কিসের ওষুধ
জোলফিন ১০০ কিসের ওষুধ এই সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। আর যাদের এ সম্পর্কে জানা নেই তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। জোলফিন ১০০ ঔষধটি এসিক্লোফেনাক ১০০ মি.গ্রা. হিসেবে পরিচিত একটি ঔষধ। আর এটি একটি on-Steroidal Anti-Inflammatory Drug (NSAID) বা অস্টিও আর্থ্রাইটিস, এ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, দাঁতে ব্যথা, আঘাত এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে কাজ করে।
এই ঔষধটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি দ্বারা উৎপাদিত হয়। এই ঔষধটির মূল কাজ হল প্রদাহ এবং ব্যথা কমানো, যা মূলত শরীরের প্রাকৃতিক প্রদাহ জনিত রাসায়নিক পদার্থ গুলির উৎপাদনকে বাধা দিয়ে থাকে। তাছাড়াও এটি পেশী, হাড়, বা জয়েন্টের ব্যথার চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
Zolfin 100mg এর দাম
Zolfin 100mg এর দাম আমাদের দেশে বাজারে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম হতে পারে। তবে এই ওষুধটির মূল্য সাধারণত ৪ টাকা করে। এই ঔষধটির প্রতিটি পাতায় ১০ টি করে ঔষধ রয়েছে। যার জন্য এর প্রতিটি পাতার মূল্য ৪০ টাকা করে। তাছাড়াও আপনারা এই ঔষধটি বাজারে এর মূল্য বিভিন্ন দোকানে একটু কম বেশি হতে পারে। তবে অধিকাংশ দোকানেই আপনারা Zolfin 100mg ট্যাবলেট এর মূল্য ৪ টাকা করেই পেয়ে যাবেন।
Zolfin 100mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
বাজারে এমন কোন ঔষধ পাওয়া যাবে না যার কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতিটা ঔষদেরই প্রায় কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই। পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধে বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। Zolfin 100mg ঔষধ টিও এর ব্যতিক্রম নয়। এই ওষুধটি আমাদের বিভিন্ন ধরনের ব্যথা জনিত রোগের থেকে বাঁচতে সাহায্য করলেও এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তবে এর অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়া গুলোই ক্ষণস্থায়ী। সেইগুলো হল:
- বদহজম
- পেটে ব্যথা
- বমি বমি ভাব
- ফুসকুড়ি
- আর্টিক্যারিয়া
- উচ্চ রক্তচাপ
তবে যাদের গ্যাস্ট্রিক আলসার বা মাথা ঘোরা সমস্যায় আক্রান্ত রোগীদের এই ঔষধটি সেবন করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত।
জোলফিন ১০০ খাওয়ার নিয়ম
জোলফিন ১০০ খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। যেহেতু এই ওষুধটি আমাদের অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, দাঁতের ব্যথা, আঘাত লাগার মত ব্যথা নিরাময়ে জন্য সেবন করা হয়। সেহেতু আমাদের সকলেরই এই ওষুধটির খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে থাকা অত্যন্ত জরুরী। আর আজকের আর্টিকেলে আমরা জোলফিন ১০০ খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব।
- ডোজ বা মাত্রা: এই ঔষধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১০০ মি.গ্রা. এর ১ টি ঔষধ সেবন করতে হবে।
- খাওয়ার সময়: আপনারা এই ওষুধটি খাবার খাওয়ার পরে খাওয়ার চেষ্টা করবেন। যাতে আপনাদের পেটের উপর কোন ধরনের চাপ না পরে। আর এই ঔষধটি খালি পেটে খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন।
- অতিরিক্ত ডোজ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত ডোজ গ্রহণের ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
- দীর্ঘ সময় ধরে এই ঔষধটি সেবন করা থেকে বিরত থাকুন। কারণ দীর্ঘ সময় ধরে এটি খাওয়ার ফলে আপনার লিভার, কিডনি ও হার্টের সমস্যা দেখা দিতে পারে।
শেষ কথা
প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জোলফিন ১০০ কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতেও বুঝতে পেরেছেন। তাছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে জোলফিন ১০০ এর কাজ কি, পার্শপ্রতিক্রিয়া এবং এর দাম সম্পর্কেও আলোচনা করেছি। আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর এ ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url