ইসিটা 10 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
ইসিটা 10 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের আটিকেল আলোচনা করা হবে। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় খুঁজে দেখেছেন কিন্তু এই বিষয়ে হয়তো কোন নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন না। তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আটকেলে আমরা উক্ত বিষয় নিয়ে আলোচনা করব।
এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে ইসিটা 10 mg দাম কত, এর পার্শ্বপ্রতিক্রিয়া, গর্ভাবস্থাকালীন ইসিটা 10 mg এর ব্যবহার এবং এটি ব্যবহারে সতর্কতা সম্পর্কেও আলোচনা করা হবে। এজন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন।
ইসিটা 10 mg দাম কত
ইসিটা 10 mg দাম সম্পর্কে আমরা এখন জানবো। নিচে এর মূল্য সম্পর্কে তুলে ধরা হলোঃ
- প্রতিটি ট্যাবলেট এর মূল্য: ১২ টাকা
- প্রতিটি পাতা (১০ টি করে ট্যাবলেট) এর মূল্য: ১২০ টাকা
- প্রতিটি বক্সের মূল্য: ১২০০ টাকা
তবে এই ওষুধটির মূল্য বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ফার্মেসিতে কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনারা উপরিউক্ত মূল্যের মধ্যেই ওষুধটি পেয়ে যাবেন।
ইসিটা 10 mg কি কাজ করে
ইসিটা 10 mg ঔষধি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড দ্বারা তৈরিকৃত ঔষধ। যার সক্রিয় উপাদান এস্সিটালােপ্ৰাম অক্সালেট। এটি আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও এই ঔষধটি নিম্নলিখিত উপসর্গে কাজ করে।
- এই ঔষধটি আমাদের প্রধান হতাশা জনক চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
- আ্যাগ্রোফোবিয়ার সাথে বা ছাড়াই প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসাই কাজ করে।
- এছাড়াও এই ঔষধটি আমাদের সামাজিক ও সাধারণ উদ্বেগ ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়।
- এ ওষুধটি আমাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করতে সহায়তা করে।
- যারা অতিরিক্ত মানসিক চাপের সমস্যায় ভুবেন তারা এই ওষুধটি খাওয়ার ফলে এটি তাদের মানসিক চাপ কমাতে কাজ করবে।
ইসিটা 10 mg খাওয়ার নিয়ম
ইসিটা 10 mg ওষুধে সাধারণত আমাদের হতাশা জনক অসুস্থতা, সাধারণ উদ্বেগজনিত ব্যাধি থেকে মুক্তি পেতে সাহায্য করে থাকে। এজন্য এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা অত্যন্ত জরুরী।
এই ঔষধটি গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। এছাড়াও নিচে এই ঔষধটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- এই ঔষধটি আপনারা খাবার খাওয়ার আগে বা পরে যেকোনো সময় সেবন করতে পারবেন।
- এই ওষুধটি দিনে একবার সকালে অথবা সন্ধ্যায় খাওয়ার চেষ্টা করবেন।
- প্রথম দিন যে সময়ে ওষুধটি খাবেন এরপরের দিন থেকে সেই সময় ওষুধটি সেবন করার চেষ্টা করবেন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ডোজ কমবেশি করা উচিত নয়।
- এছাড়াও দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়ার জন্য এই ঔষধটি অন্তত ৬ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে।
Esita 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই পৃথিবীতে প্রত্যেকটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধে বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। ইসিটা ১০ মি. গ্রা. ওষুধ টিও এর বাইরে নয়। এই অংশটি আমাদের ডিপ্রেশনজনিত সমস্যার সমাধান করে থাকে ঠিকই।
কিন্তু এই ওষুধটি খাওয়ার ফলে এর কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর সে সকল পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা জরুরী। এই ঔষধটি সেবনের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে সেগুলো হলোঃ
- বমি বমি ভাব
- ডিসপেপসিয়া
- পেট ব্যথা
- ডায়রিয়া
- খাবারের প্রতি অনীহা
- অনিদ্রা
এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও এই ওষুধটি সেবনের ফলে অতি সংবেদনশীল কিছু প্রতিক্রিয়া র্যাশ, আর্টিকারিয়া, এ্যানজিওইডিমা, এ্যানাফাইলেক্সিস, আর্থালজিয়া, মায়ালজিয়া দেখা দিতে পারে।
গর্ভাবস্থাকালীন ইসিটা 10 mg এর ব্যবহার
গর্ভাবস্থায় এই ঔষধটি প্রথম ছয় মাস খাওয়া নিরাপদ হলেও তৃতীয় ত্রৈমাসিকের সময় গর্ভবতী মহিলার ইসিটা ১০ মি. গ্রা গ্রহণ না করাই উত্তম। কারণ ইহা মাতৃদুদ্ধে নিঃসৃত হয়ে থাকে। যার ফলে বাচ্চাকে দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া অথবা এসসিটালােপ্ৰাম চিকিৎসা চালানাে এসসিটালােপ্ৰামের বাচ্চার প্রতি ঝুঁকি ও মায়ের জন্য উপকারী কিনা সেটি বিবেচনা করা জরুরী।
ইসিটা 10 mg ব্যবহারে সতর্কতা
ইসিটা 10 mg ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলা জরুরী। তা না হলে এটি আমাদের উপকারের বদলে অপকারিতা নিয়ে আসবে। নিচে এটি ব্যবহারে সতর্কতা গুলো সম্পর্কে তুলে ধরা হলোঃ
- যাদের মৃগী রোগে বা খিচুনি রোগের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকুন।
- যকৃত ও বৃক্কীয় অকার্যকর রােগীদের এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
- এছাড়াও এই ওষুধটি সেবনের ফলে যে সকল ওষুধ ব্যবহারের রক্তক্ষরণের ঝুঁকি থাকে সে সকল ঔষধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
- এছাড়াও যাদের হেপাটিক এবং রেনাল রোগের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন।
শেষ মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইসিটা 10 mg কি কাজ করে ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের আর্টিকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেছি যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url