পেরিটপ ৫০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি। আপডেট তথ্য
পেরিটপ ৫০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি এই সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে। আপনারা হয়তো এ বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না। তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা উক্ত বিষয় নিয়ে আলোচনা করব।
এছাড়াও আজকের আর্টিকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এজন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। তাহলে চলুন আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক।
পেরিটপ ৫০ খাওয়ার নিয়ম
পেরিটপ ৫০ মিলিগ্রাম ট্যাবলেট টি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানির দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। যে ওষুধটি সাধারণত দীর্ঘস্থায়ী গ্যাসট্রাইটিসের সমস্যা যেমন পেট ফাঁপা, উপরের পেটে ব্যথা, বুক জ্বালা ইত্যাদিি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
আর এই জন্য এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের সকলের জেনে থাকা অত্যাবশ্যক। তাহলেই আমরা এটি সঠিক নিয়মে গ্রহণ করার মাধ্যমে দ্রুত সুস্থ হতে পারব। তাহলে চলুন এবার পেরিটপ ৫০ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক অবস্থায় তিনে তিনবার ৫০ মি.গ্ৰা. করে সেবন করতে হবে। এছাড়াও এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজের পরিমাণ কম বেশি করা যেতে পারে।
- যেহেতু এটি গ্যাস্ট্রিকের ওষুধ এজন্য এটি অবশ্যই খাবার গ্রহণের ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পূর্বে সেবন করতে হবে।
- বয়স্কদের জন্য: স্বাভাবিক অবস্থায় যদি বয়স্ক মানুষদের এটি গ্রহণের ফলে তাদের কোন ধরনের শরীর বৃত্তীয় সমস্যা দেখা দেই তাহলে এটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
- শিশুদের জন্য: এই ঔষধটি ১৮ বছরের কম বয়সী শিশু বা কিশোরদের জন্য সেবন করার নির্দেশ দেওয়া হয় না।
- তাছাড়াও এটি গ্রহণের ফলে যদি আপনাদের শক এবং অ্যানাফিল্যাকটয়েড প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই এটি সেবন করা থেকে বিরত থাকতে হবে।
- যাদের হেপাটিকক ফাংশন ডিসঅর্ডার এবং জন্ডিসের সমস্যা রয়েছে তাদের এই ঔষধটি সেবন করার ক্ষেত্রে কিছু অস্বাভাবিকতা দেখা দিতে পারে। আর ওষুধটি খাওয়ার ফলে যদি কোন ধরনের অস্বাভাবিকতা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই এটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
পেরিটপ ৫০ এর কাজ কি
পেরিটপ ৫০ ঔষধটি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানি দ্বারা তৈরি কৃত একটি ঔষধ। যার সক্রিয় উপাদান হলো আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড। এই ঔষধটি আমাদের শরীরে দীর্ঘস্থায়ী গেস্ট্রাইটিসের সমস্যার উপসর্গে ব্যবহৃত হয়ে থাকে।
এছাড়াও এই ওষুধটির কিছু প্রধান কাজ রয়েছে। যেগুলো সম্পর্কে হয়তোবা আপনাদের জানা নেই। নিচে পেরিটপ ৫০ এর কাজ সম্পর্কে উল্লেখ করা হলোঃ
- এই ঔষধটি গ্রহণের ফলে এটি আমাদের শরীরে দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপার মত সমস্যা দূর করে দেয়।
- গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় আমাদের পেটের উপরের অংশ ব্যথা করে। এই ঔষধটি গ্রহণের ফলে এটি সেই উপরের পেটে ব্যথা কমিয়ে দেয়।
- এছাড়াও এটি আমাদের গ্যাস্ট্রিকের কারণে হওয়া বুক জ্বালা এবং বমি বমি ভাব দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
- এই ঔষধটি অ্যানোরেক্সিয়া রোগের চিকিৎসায় ও ব্যবহৃত হয়ে থাকে।
পেরিটপ ৫০ এর দাম
পেরিটপ ৫০ মি.গ্রা. ওষুধটির মূল্য আমাদের দেশে বর্তমানে প্রতি পিচ ৫ টাকা করে। এই ঔষধটির পাতায় ১৫টি করে ঔষধ থাকে। এজন্য এর প্রতিটি পাতার মূল্য ৭৫ টাকা করে। তাছাড়াও এই ঔষধটির মূল্য বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দোকানে কিছুটা কম বেশি হতে পারে।
তবে আপনারা এই ঔষধটি প্রতিটি ৫ টাকা করে এবং এর প্রতিটি পাতা ৭৫ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
পেরিটপ ৫০ কিসের ঔষধ
পেরিটপ ৫০ ঔষধটির মূল উপাদান হচ্ছে আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড, যা একটি শক্তিশালী ডোপামিন-২ এন্টাগনিস্ট এবং এসিটাইলকোলিন এস্টেরেজ ইনহিবিটর। আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড আমাদের শরীরে ডোপামিন ডি-২ রিসেপ্টর এবং এসিটাইলকোলিন এস্টেরেজকে বাধা প্রদান করে এসিটাইলকোলিনের মাত্রা বাড়িয়ে থাকে।
যার ফলে এটি আমাদের শরীরে নিম্ন খাদ্যনালী স্ফিঙ্কটার চাপ বৃদ্ধি করে, গ্যাস্ট্রিক মোটিলিটিকে উদ্দীপিত করে এবং গ্যাস্ট্রিক এম্পটিইং হওয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস্ট্রো-ডিউডেনাল সমন্বয় উন্নত করে। যা আমাদের শরীরে অতিরিক্ত গ্যাস নিবারণ করতে সহায়তা করে।
পেরিটপ ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রত্যেকটি ঔষধের মতোই পেরিটপ ৫০ এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই ওষুধটি আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে সাহায্য করে ঠিকই। তবে এটি গ্রহণের ফলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেগুলো সম্পর্কে আমাদের জেনে থাকা অত্যন্ত জরুরী।
তবে এই ঔষধটি খাওয়ার ফলে এটি আমাদের শরীরে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব ফেলে। যেগুলো সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা জরুরী। যাতে সে সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আমরা এটি সেবন করা বন্ধ না করি।
এই ওষুধটি খেলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- ফুসকুড়ি
- মাথা ঘোরা
- ক্লান্তি অনুভব
- বুকে ও পিঠে ব্যথা
- লালা বৃদ্ধি
- কোষ্ঠকাঠিন্য
- মাথাব্যথা
- ঘুমের ব্যাঘাত
এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও এর কিছু সংবেদনশীল পার্শ্ব প্রতিক্রিয়া গ্যালাক্টোরিয়া এবং গাইনোকোমাস্টিয়া এর মত সমস্যাও দেখা দিতে পারে।
শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা পেরিটপ ৫০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আটকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেছে। যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন।
আর এই ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url