ফিক্সোকার্ড ৫০ এর কাজ কি এবং এটি কিসের ঔষধ। আপডেট তথ্য
ফিক্সোকার্ড ৫০ এর কাজ কি এবং এটি কিসের ঔষধ সম্পর্কে আমরা আজকের এই আর্টিকেলে আলোচনা করব। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না।
আজকের এই আর্টিকেলে আমরা ফিক্সোকার্ড ৫০ এর কাজ কি এবং এটি কিসের ঔষধ আলোচনা করব। সেই সাথে আমরা আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন।
ফিক্সোকার্ড ৫০ এর কাজ কি
ফিক্সোকার্ড ৫০ ঔষধটি হলো একটি এ্যামলোডিপিন ও এ্যাটেনোলল কম্বিনেশন। এ্যামলোডিপিন হলো একটি ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম এ্যান্টাগোনিস্ট। যা রক্তনালীর পেশী ও হৃদ পেশীর মধ্যে ক্যালসিয়াম ঢুকতে বাধা প্রদান করে। এটি একটি ভেসোডাইলেটর যা সরাসরি রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে।
অপরদিকে এ্যাটেনোলল হলো একটি কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার। যা প্লাজমা , প্লাজমা রেনিন ও সিএনএস-এর সিমপ্যাথেটিক আউটফ্লো কমানোর মাধ্যমে রক্তচাপ কমিয়ে থাকে। এছাড়াও এটি ঋনাত্মক ইনেট্রপিক এবং ঋনাত্মক ক্রোনেট্রপিক প্রভাবের কারণে মায়োকার্ডিয়াম এর অক্সিজেনের চাহিদা কমিয়ে থাকে।
যার ফলে এটি রূপ উচ্চ রক্তচাপ ও এনজাইনা উপসর্গ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই ঔষধের মধ্যে থাকা এ্যামলােডিপিন বিসাইলেট ও এটিনোলল আমাদের শরীরের উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদী এনজাইনা, নাইট্রেট দ্বারা ব্যর্থ এমন রিফ্রাক্টরি এনজাইনার চিকিৎসায় কাজ করে থাকে।
ফিক্সোকার্ড ৫০ কিসের ঔষধ
ফিক্সোকার্ড ৫০ ঔষধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। এটি এ্যামলােডিপিন বিসাইলেট ও এটিনোলল এর কম্বিনেশনে তৈরিকৃত একটি ঔষধ। এই ঔষধটি সাধারণত উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে।
এছাড়াও এই ঔষধটি নিম্নলিখিত উপসর্গে কাজ করে থাকে। সেগুলো হলো-
- এই ঔষধটি গ্রহণের ফলে এটি এসেনশিয়াল রোগীদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে।
- এই ঔষধটি অ্যানজিনা পেক্টোরিস ও উচ্চরক্তচাপ উভয়ই বিদ্যমান রোগীদের চিকিৎসায় কাজ করে থাকে।
- এছাড়াও এটি পোষ্ট এমআই রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
- এই ঔষধটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও কাজ করে থাকে।
- এটি রিফ্রাকটরী এনজিনা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
ফিক্সোকার্ড ৫০ খাওয়ার নিয়ম
ফিক্সোকার্ড ৫০ ওষুধটি সাধারণত উচ্চ রক্তচাপ এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এজন্য এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কেও আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তাহলে এটি আরো কার্যকরী উপায়ে আমাদের উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে সাহায্য করবে।
এই ওষুধ টি সকল রোগীর ক্ষেত্রে দিনে ৫/২৫ মি.গ্রা. করে দৈনিক একটি ঔষধ এবং অতিরিক্ত প্রয়োজন হলে এর মাত্রা বাড়িয়ে দৈনিক দুইটি করে ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে।
ফিক্সোকার্ড ৫০ এর দাম কত
বর্তমানে আমাদের দেশে ফিক্সোকার্ড ৫০ ওষুধটির দাম প্রতি পিচ ৮ টাকা করে। যেহেতু এই ওষুধটির প্রতিটি পাতায় ১০ টা করে ঔষধ রয়েছে সেহেতু এর প্রতিটি পাতার মূল্য ৮০ টাকা করে। তবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দোকানে এর মূল্য কিছুটা কম বেশি হতে পারে। কিন্তু আপনারা এই ঔষধটির প্রতি পিচ ৮ টাকা করে এবং প্রতিটি পাতা ৮০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
ফিক্সোকার্ড ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রত্যেকটি ঔষধের মতোই ফিক্সোকার্ড ৫০ ঔষধটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটি আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকলেও এটি ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর সেই সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো মৃদু সময়ের জন্য দেখা দিয়ে থাকে।
এই ঔষধটি খাওয়ার ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো পরীক্ষা দিয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলো-
- ক্লান্তি অনুভব
- মাথা ব্যথা
- ইডিমা
- বমি বমি ভাব
- ঝিমুনি
- উদ্বিগ্নতা ও বিষ্ণুতা
- বুক ধরফর করা
- অলসতা
- হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
ফিক্সোকার্ড ৫০ ব্যবহারে সতর্কতা
ফিক্সোকার্ড ৫০ ওষুধ টি আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে বাঁচতে সাহায্য করে থাকে ঠিকই। কিন্তু এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সর্তকতা অবলম্বন করা উচিত। তা না হলে অজান্তে আপনারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।
তাহলে চলুন এইবার ফিক্সোকার্ড ৫০ ওষুধটি ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ
- যে সকল রোগীদের ব্রঙ্কোস্পাজম রোগ রয়েছে তাদের এটি ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
- যে সকল রোগীদের রেচনতন্ত্রের অসমকার্যকারিতার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
- যাদের যকৃতের সমস্যা রয়েছে তারা এই ঔষধটি সেবনের পূর্বে বিশেষ সর্তকতা অবলম্বন করা উচিত তা না হলে এ্যামলোডিপিন এর অর্ধায়ু বেড়ে যায়।
- তাছাড়াও যাদের নিম্ন রক্ত চাপের সমস্যা রয়েছে তারা এই ঔষধটি গ্রহণ করা থেকে বিরত থাকবেন।
শেষ মন্তব্য
প্রিয় বন্ধুরা, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ফিক্সোকার্ড ৫০ এর কাজ কি এবং এটি কিসের ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে ফিক্সোকার্ড ৫০ ওষুধ টির সম্পর্কে আরো বিভিন্ন বিষয় তুলে ধরেছি। যেগুলো আপনাদের ভাল লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ধরনের আরও নিত্যনতুন আর্টিকেল পড়তে চান তাহলে অবশ্যই আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url