ইসোরাল ২০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি।

ইসোরাল ২০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না।
ইসোরাল ২০ খাওয়ার নিয়ম
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি ইসোরাল ২০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরবো। এজন্য আপনারা এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন।

ইসোরাল ২০ খাওয়ার নিয়ম

ইসোরাল এমইউপিএস ২০ টেবলেট টি ইসোমিপ্রাজল গ্রুপের এবং এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির ঔষধ। এই ঔষধটি সাধারণত গ্যাস্ট্রিক বা আলসারের জন্য, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, ডিওডেনাল আলসারের জন্য এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণত ইসোমিপ্রাজল গ্রুপের ঔষধ খাবার খাওয়া এক ঘন্টা পূর্বে সেবন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়াও এটি আরো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। নিচে এই ঔষধটি খাওয়ার নিয়ম সম্পর্কে তুলে ধরা হলোঃ
  • গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে: প্রতিদিন একবার ২০-৪০ মি. গ্রা. করে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে।
  • ইরোসিভ ইসোফ্যাগাইটিস রোগের ক্ষেত্রে: দৈনিক একটি করে ট্যাবলেট ২০/৪০ মি.গ্রা. হিসেবে ৪-৮ সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে।
  • গ্যাস্ট্রোইসোফেগাল রোগের ক্ষেত্রে: দৈনিক একবার ২০ মি.গ্রা. করে চার সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে।
  • ডিওডেনাল আলসারের ক্ষেত্রে: প্রতিদিন একবার ২০ মি.গ্রা. করে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে।

ইসোরাল ২০ এর কাজ কি

ইসোরাল ২০ মিলিগ্রাম ক্যাপসুল টি হল ইসোমিপ্রাজল গ্রুপের একটি প্রোটন পাম্প ইনহিবিটর। যা সাধারণত গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের মধ্যে অবস্থিত H+/K+ ATPase এনজাইম কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধা প্রদান করে।
ইসোরাল ২০ এর কাজ কি
এছাড়াও এই ঔষধটির কিছু প্রধান কাজ রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা আবশ্যক। নিচে সেই সকল কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ
  • এই ঔষধটি পাকস্থলীর ক্ষত নিরাময়ে সাহায্য করে থাকে।
  • আমাদের দেহের শুরুতেই আলসার নিরাময়ে কার্যকরি ভূমিকা পালন করে থাকে। 
  • পাকস্থলীর এসিড উপরে উঠে আসলে বুকে যে জ্বালাপোড়া করে তা কমাতে এই ঔষধটি সাহায্য করে থাকে।
  • এটি পাকস্থলীতে অত্যাধিক এসিড নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
  • তাছাড়াও এটি প্রোটন পাম্প ইনটার এর প্রথম একক অপটিক্যাল আইসোমার যা অধিকতর এসিড নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

ইসোরাল মাপস ২০ দাম কত

বর্তমানে আমাদের দেশে ইসোরাল ম্যাপস ২০ মি.গ্রা. প্রতিটি ট্যাবলেট এর মূল্য ৬ টাকা করে। আর এর প্রতিটি পাতায় ১৪ টি করে ঔষধ রয়েছে। তার জন্য এর প্রতিটি পাতার মূল্য ৮৪ টাকা করে। এছাড়াও এই ঔষধটির মূল্য বিভিন্ন দোকানে কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনারা এই ওষুধটির প্রতি পিচ ৬ টাকা করে এবং এর প্রতিটি পাতার মূল্য ৮৪ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

ইসোরাল মাপস ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

ইসোরাল ২০ ট্যাবলেটটি যেমন আমাদের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। তেমনি এটি গ্রহণের ফলে সামান্য পরিমাণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর সেই সকল সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা অত্যন্ত জরুরি। নিচে এর কিছু সাধারন প্রতিক্রিয়া সম্পর্কে তুলে ধরা হলোঃ
  • মাথা ব্যথা
  • ডায়রিয়া
  • বমি বমি ভাব
  • তলপেটে ব্যথা
  • কোষ্ঠকাঠিন্য
এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও, যদি এর ডোজ অতিরিক্ত পরিমাণে সেবন করা হয় তাহলে এটি নিউরোমাসকুলার হাইপারসেন্সিটিভিটি এবং খিঁচুনির মত সমস্যা দেখা দিতে পারে। এইজন্য এটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

গর্ভাবস্থায় ইসোরাল ২০ সেবন করা নিরাপদ

এই ঔষধটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা সেই সম্পর্কে এখনো কোনো নির্দেশনা প্রতিষ্ঠিত হয়নি। তবে এটি জীবজন্তুর ওপর পরীক্ষা করে এর কোন বিকল্প জনিত ফলাফল দেখা যায়নি। এজন্য গর্ভাবস্থায় যেহেতু ইসোমিপ্রাজল গ্রুপের ঔষধের কোন প্রভাব জনিত তথ্য পাওয়া যায়নি। সেহেতু গর্ভাবস্থায় এই ঔষধটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে।

ইসোরাল ২০ কিসের ঔষধ

ইসোরাল ২০ কিসের ঔষধ
ইসোরাল ম্যাপস ২০ মি.গ্রা. ঔষধ টিম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, এটি সর্বোত্তম বুক জ্বালা এবং গ্যাস্ট্রিক এসিডিটির ঔষধ। যেটি সেবনের ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স, এসিড সম্পর্কিত ডিসপেসিয়া, গ্যাস্ট্রিক আলসার এবং জলিঞ্জার-ইলিশন সিনড্রোম এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।

শেষ মন্তব্য

প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইসোরাল ২০ খাওয়ার নিয়ম এবং এর কাজ কি সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আটকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি।

আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url