ওরসেফ ২০০ এর কাজ কি, খাওয়ার নিয়ম, এবং দাম সম্পর্কে জানুন।
ওরসেফ ২০০ এর কাজ কি, খাওয়ার নিয়ম, এবং দাম সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব। আপনারা হয়তো এ বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না।
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা উক্ত বিষয় সহ ওরসেফ ২০০ কিসের ঔষধ, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি ব্যবহারে সতর্কতা সম্পর্কেও আলোচনা করব। এজন্য আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন।
ওরসেফ ২০০ এর দাম কত
আমাদের অনেকেরই ওরসেফ ২০০ এর দাম কত এ সম্পর্কে সঠিক কোন ধারণা নেই। তাহলে চলুন ওরসেফ ২০০ এর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রতিটি ক্যাপসুলের মূল্য: 35.00 টাকা
- প্রতিটি পাতার মূল্য ( প্রতি পাতায় ৮টি করে ক্যাপসুল থাকে ): 280.00 টাকা
- প্রতিটি বক্সের মূল্য: 560 টাকা
বিভিন্ন স্থান এবং ফার্মেসিতে এই ওষুধ টির মূল্য কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনারা এই ওষুধটি উপরের মূল্যের মধ্যেই পেয়ে যাবেন।
ওরসেফ ২০০ এর কাজ কি
ওরসেফ ২০০ ওষুধটির মূল উপাদান হলো সেফিক্সিম ট্রাইহাড্রেট। যা একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন জাতীয় এবং গ্রহণযোগ্য সেমিসিনথেটিক এন্টিবায়োটিক ঔষধ।টি খুব সহজেই অর্জিত প্লাজমা ঘনত্বের বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া কে ধ্বংস করে থাকে।
এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সহযোগিতা করে। এছাড়াও এটি বিটা-ল্যাকটামেজ এনজাইমের উপস্থিতিতেও সুস্থিত থাকে। যার ফলে বিটা-ল্যাকটামেজ উপস্থিতির কারণে যে সকল জীবাণু পেনিসিলিন ও কিছু কিছু সেফালোস্পোরিনের ওপর আক্রমণ করে।
এটি সে সকল জীবানুকে ধ্বংস করতে কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়াও এই ঔষধটি খাদ্যের সাথে অথবা খাদ্য ছাড়া যে কোন ভাবে গ্রহণ করলে এটি প্রায় ৪০% থেকে ৫০% বিশোষিত হয়ে থাকে।
ওরসেফ ২০০ খাওয়ার নিয়ম
ওরসেফ ২০০ ওষুধটি খাওয়ার কিছু নিয়ম নীতি রয়েছে। যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাহলে চলুন এবার ওরসেফ ২০০ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
- সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটি ৭ দিন পর্যন্ত সেবন করতে হবে। এছাড়া যদি রোগের তীব্রতা বেশি হয়ে থাকে তাহলে ১৪ দিন পর্যন্ত সেবন করা যেতে পারে।
- এছাড়াও এই ঔষধটি রোগের ধরন এবং রোগের বয়স অনুযায়ী ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
- প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উপরের শিশুদের জন্য: প্রতিদিন ২০০-৪০০ মিঃগ্রাঃ (১ থেকে ২ টি ক্যাপসুল) দিনের দুইবার সেবন করতে হবে।
- ৬ মাসের বেশি এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য: তাদের দৈহিক ওজন হিসাব করে প্রতি কেজির জন্য ৮ মিলিগ্রাম করে একক মাত্রায় অথবা দুটি বিভক্ত মাত্রায় অথবা শিশুর বয়স অনুসারে সেবন করতে হবে।
- আপনারা এই ঔষধটি খাবারের আগে বা পরে যেকোনো সময় খেতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত।
ওরসেফ ২০০ কিসের ঔষধ
ওরসেফ ২০০ ওষুধটি রেনেটা লিমিটেড দ্বারা তৈরি কৃত হবে একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, যার সক্রিয় উপাদান সেফিক্সিম ট্রাইহাড্রেট। এটি সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এটি নিম্নলিখিত সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমনের জন্য নির্দেশিতঃ
- এটি উর্ধ্ব ও নিম্ন স্বাসতন্ত্রের সংক্রমনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
- এটি মন্ত্রণালীর সংক্রমণ - ই.কলাই ও প্রোটিয়াস মিরাবিলিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
- এটি ওটাইটিস মিডিয়া দ্বারা সংক্রমণ এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
- এটি নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস জনিত সংক্রমনের চিকিৎসক ব্যবহৃত হয়ে থাকে।
- এটি অজটিল গনেরিয়া যা নেইসিরিয়া গনেরি দ্বারা হয়ে থাকে তার চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়ে থাকে।
- এটি স্কিন ও সফট টিস্যুর ইনফেকশন এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
- গলা ও টনসিলের সংক্রমণ - ফ্যারিনজাইটিস ও টনসিলাইটিসের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে।
ওরসেফ ২০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
ওরসেফ ২০০ ওষুধটি আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জনিত সমস্যা থেকে বাঁচতে সহযোগিতা করে থাকে। তবে এটি গ্রহণের ফলে এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর এর মধ্যে সচরাশার পার্শ্বপ্রতিক্রিয়া হল ডায়রিয়া।
যদি ডায়রিয়া গুরুতর হয়ে থাকে তাহলে এই ওষুধটি সেবন করা বন্ধ করতে হবে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও আরো কিছু স্বল্প পরিলক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- বমি বমি ভাব
- পেটে ব্যথা
- বদহজম
- পেট ফাঁপা
- মাথা ব্যথা
- মাথা ঘরা
- চুলকানি
- আমবাত
- ওষুদ জনিত জ্বর
- সন্ধি ব্যথা
এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো খুব কম ক্ষেত্রেই বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। তবে এই ঔষধটি সেবন করা বাদ দেওয়ার সাথে সাথেই এই সমস্যাগুলো সেরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
ওরসেফ ২০০ ব্যবহারে সতর্কতা
ওরসেফ ২০০ ওষুধটি গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধটি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আমাদের বাঁচতে সাহায্য করে থাকে ঠিকই। কিন্তু এই ওষুধটি গ্রহণের কিছু সতর্কতা রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা অত্যন্ত জরুরি।
তাহলে চলুন এই ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ
- যে কোন ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
- যাদের অন্তরনালীর রোগ রয়েছে তাদের এই ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
- যাদের ঝুঁকিপূর্ণ বৃক্কের অকার্যকারিতা এবং যাদের অবিরাম এম্বুলেটরী পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে হয় তাদের এই অংশটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
- গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধটি গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।
- যাদের গুরুতর কিডনির সমস্যা রয়েছে তাদের দৈনিক একক মাত্রা ২০০ মিঃগ্রাঃ এর অধিক অতিক্রম করা উচিৎ নয়।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ওরসেফ ২০০ এর কাজ কি, খাওয়ার নিয়ম, এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা এখানে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেছি যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এ ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url