ক্লপিড ৭৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
ক্লপিড ৭৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট করে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না।
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা ক্লপিড ৭৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এজন্য আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে করার চেষ্টা করুন।
ক্লপিড ৭৫ এর দাম কত
ক্লপিড ৭৫ ট্যাবলেটটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। এই ওষুধটির সঠিক মূল্য হচ্ছে:
- প্রতিটি ট্যাবলেটের মূল্য: 12.05 টাকা
- প্রতিটি পাতার মূল্য ( প্রতিটি পাতায় ১৪ টি করে ঔষধ থাকে ): 168.70 টাকা
- প্রতিটি বক্সের মূল্য: 337.40 টাকা
ক্লপিড ৭৫ কিসের ওষুধ
ক্লপিড ৭৫ ট্যাবলেটটি হলো একটি প্লেটলেট বিরোধী ড্রাগ, যা সাধারণত আমাদের শরীরের রক্ত জমাটে বাধা সৃষ্টি করে। এই ঔষধটি রক্ত পাতলা করতে ব্যবহৃত হয় এবং এটি রক্ত জমাট এর প্রক্রিয়া প্রতিরোধ করতে সহযোগিতা করে থাকে।
যে সকল রোগীদের হৃদরোগের সমস্যা বা রক্তবাহী শরীরে সমস্যার কারণে সৃষ্ট হার্ট অ্যাটাক, স্ট্রোক এর মত সমস্যা গুলোর সমাধান করতে সহযোগিতা করে থাকে। এই ঔষধটি একিউট এসটি এলিভেশন একিউট করোনারী সিন্ড্রোম (STMI) আক্রান্ত রোগীদের স্ট্রোকের হার কমাতে সহযোগিতা করে।
এছাড়াও এই ঔষধটি সাম্প্রতিক স্ট্রোকে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে STMI এবং স্ট্রোকের হার কমাতে ক্লপিড ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা।
ক্লপিড ৭৫ এর কাজ কি
ক্লপিড ৭৫ ট্যাবলেটটি হলো একটি প্রোড্রাগ, যার প্রধান উপাদান হলো ক্লোপিডোগ্রেল বাইসালফেট। ক্লোপিডোগ্রেল আমাদের শরীরের মধ্যে রক্তের প্লেটলেট এর কার্যকারিতা কমিয়ে দেয়। যার ফলে আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধে না এবং এটি প্লেটলেটের ধমনীতে ব্লক তৈরি করেনা।
এটি আমাদের রক্তের প্লেটলেট গুলির চটচটেতা হ্রাস করে যা প্লেটলেটগুলিকে একটি ধমনীর অভ্যন্তরের দেয়াল গুলোতে আটকায় এবং এটি প্লেটলেট গুলোর অ্যাডেনোসিন ডাইফসফেট (ADP) এর কার্যকারিতা বন্ধ করে দেয়। যার ফলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে আসে।
ক্লপিড ৭৫ খাওয়ার নিয়ম
ক্লপিড ৭৫ ট্যাবলেটটি হলো একটি প্রোড্রাগ, যার প্রধান উপাদান হলো ক্লোপিডোগ্রেল বাইসালফেট। এই ওষুধটি আমাদের হৃদরোগ সংক্রান্ত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মত সমস্যা সমাধানে কাজ করে থাকে। এই ওষুধটি সেবনের কিছু নিয়ম রয়েছে সেগুলো সম্পর্কে নিজে উল্লেখ করা হলোঃ
- একিউট করোনারি সিন্ড্রোম এর ক্ষেত্রে: যে সকল রোগীদের কয়েক ঘন্টার মধ্যেই এন্টিপ্লাটিলেট কার্যকারিতার প্রয়োজন রয়েছে তাদের জন্য ৩০০ মিঃগ্রাঃ লোডিং ডোজ এবং পরবর্তীতে দৈনিক ৭৫ মিঃগ্রাঃ করে সেবন করা উচিত।
- সাম্প্রতিক এমআই, সাম্প্রতিক স্ট্রোক বা প্রতিষ্ঠিত পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ এর ক্ষেত্রে: এ সকল রোগীদের জন্য কোনরকম লোডিং ডোজ ছাড়াই দৈনিক ৭৫ মিঃগ্রাঃ করে সেবন করতে হবে।
- এই ঔষধটি খাবারের আগে বা পরে যে কোন সময় সেবন করা যেতে পারে।
- এই ওষুধটি গ্রহণের পর এক গ্লাস পরিমাণ পানি গ্রহণ করার চেষ্টা করবেন।
ক্লপিড ৭৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া
ক্লপিড ৭৫ ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকে ঠিকই। কিন্তু এই ঔষধটি গ্রহণের ফলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে সে সকল প্রতিক্রিয়াগুলো সহনীয় এবং মৃদু সময়ের জন্য।
ক্লপিড ৭৫ ট্যাবলেটটি গ্রহণের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- রক্তপাত
- ডায়রিয়া
- রক্তক্ষরণ
- ত্বক লাল হয়ে যাওয়া
- উদরে অস্বস্তিবোধ
- প্রস্রাবে রক্ত
- মাথা ব্যথা
এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও রক্ত জমাট বাধা, রক্তস্বল্পতা, এনজিওএডেমা, আর্থ্রালজিয়া, আর্থ্রারাইটিস ও অস্থি মজ্জার ব্যাধি ইত্যাদির মত কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ক্লপিড ৭৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের আর্টিকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি।
যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এ ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url