দিপা কিসের ঔষধ, এর কাজ কি, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া।
দিপা কিসের ঔষধ, এর কাজ কি, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আজকের এই অটিকেলে আলোচনা করা হবে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও হয়তো এই বিষয়ে কোন সঠিক তথ্য পাচ্ছেন না। এজন্য আপনারা আমাদের এখানে এসেছেন।
চিন্তার কোন কারণ নেই আজকের আর্টিকেলে আমরা উক্ত বিষয় সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এজন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।
দিপা ট্যাবলেট এর দাম
দিপা ট্যাবলেট এর মূল্য বিভিন্ন দোকানে এবং বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন রকম হতে পারে। তবে এই ওষুধটির সঠিক মূল্য হলোঃ
- প্রতিটি ঔষধের মূল্য: 11.00 টাকা
- প্রতিটি পাতার মূল্য ( প্রতিটি পাতায় দশটি করে ট্যাবলেট রয়েছে ): 110.00 টাকা
- প্রতিটি বক্সের মূল্য: 330.00 টাকা
দিপা কিসের ঔষধ
দিপা ওষুধটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। এই ওষুধটির সক্রিয় উপাদান হল রুপাটাডিন ফিউমারেট। যা সাধারনত সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।
এছাড়াও এটি চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এবং কাশি নিরাময়ে কাজ করে থাকে। এই ওষুধটি এলার্জিজনিত যেকোনো ধরনের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
দিপা ট্যাবলেট এর কাজ কি
দিপা ওষুধটি প্রধান উপাদান হলো রুপাটাডিন, যা ননসিডেটিভ হিস্টামিন H1 রিসেপ্টর এন্টাগােনিস্ট। এটি প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকে (PAF) বাধা প্রদান করে। এটি একটি অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে, যা আমাদের অ্যালার্জি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করে।
এটি আমাদের শরীরে অতিরিক্ত H1 রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে এবং শরীরে অতিরিক্ত হিস্টামিনের প্রতিক্রিয়া কমিয়ে আনতে সহযোগিতা করে। এছাড়াও এটির অন্যান্য এন্টিঅ্যালার্জিক বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলোঃ
- ইমিউনােলজিক্যাল এবং নন-ইমিউনােলজিক্যাল স্টিমুলাই দ্বারা মাস্ট সেলের ডিগ্রানুলেশন প্রতিরােধ
- সাইটোকাইনের নিঃসরণ প্রতিরােধ
- মাস্ট সেল এবং মনােসাইট হতে TNF- এর নিঃসরণ প্রতিরােধ
দিপা ট্যাবলেট খাওয়ার নিয়ম
দিপা ওষুধটি আমাদের এলার্জিজনিত সমস্যার সমাধানের জন্য এটি সেবন করা হয়ে থাকে। তবে এই ঔষধটি সঠিক নিয়মে না খেলে বা অতিমাত্রায় ডোজ গ্রহণ করলে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। তাহলে চলুন এবার দিপা ওষুধটি হওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যায়।
- প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের উপরের শিশুদের জন্য ১০ মিগ্রা করে দিনে একবার সেবন করতে হবে।
- এই ঔষধটি আপনারা খাবার খাওয়ার আগে বা পরে যে কোন সময় খেতে পারবেন। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
- ২ থেকে ১১ বছর বয়সী শিশু যাদের ওজন ২৫ কেজি বা তার চেয়ে বেশি তারা প্রতিদিন ওরাল সল্যুসন ১ চা চামচ (৫ মিলি) গ্রহন করতে হবে।
- ২ থেকে ১১ বছর বয়সী শিশু যাদের ওজন ১০ কেজি থেকে বেশি এবং ২৫ কেজি থেকে কম ওজন বাচ্চাদের জন্য প্রতিদিন ১/২ চা-চামচ (২.৫ মিলি) ওরাল সল্যুসন গ্রহন করতে হবে।
দিপা ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই পৃথিবীতে এমন কোন ঔষধ নেই যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতিটি ঔষদেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধের বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।
দিপা ট্যাবলেট টিও এর বাইরে নয়। এই ঔষধটি আমাদের এলার্জিকজনিত সমস্যার সমাধান করে থাকে। কিন্তু এই ঔষধটি খাওয়ার ফলে এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলোঃ
- দুর্বলতা
- মাথা ঘোরা
- তন্দ্রাচ্ছন্ন ভাব
- ক্ষুধা বৃদ্ধি
- পিঠে ও জয়েন্টে ব্যথা
- কোষ্ঠকাঠিন্য
- কাশি
- ডায়রিয়া
- বিরক্তি
- গলা শুষ্কতা
- জ্বর
- পরিপাকতন্ত্রের অস্বস্তি
- সংক্রমনের ঝুঁকি
- অসুস্থতা বোধ
- পেশীর ব্যথা
- তৃষ্ণা
- বমি বমি ভাব
- ওজন বৃদ্ধি
এই সকল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও এর কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বুক ধরফর করা, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মত সমস্যা দেখা দিয়ে থাকে। তবে এ সকল সমস্যাগুলো অতিমাত্রায় বা অতিরিক্ত ডোজ গ্রহণ করলে দেখা দিয়ে থাকে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে দিপা ট্যাবলেট খাওয়া যাবে
দিপা ট্যাবলেট টি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের কোন সুনিয়ন্ত্রিত তথ্য এখনো পাওয়া যায়নি। এজন্য গর্ভবতী মহিলারা এই ঔষধটি খেলে যদি তাদের ভ্রুনের কোনরকম সমস্যা দেখা না দিয়ে থাকে তাহলে গর্ব অবস্থায় এই ওষুধটি তারা সেবন করতে পারবে।
তবে এই ওষুধ টির উপাদান রুপাটাডিন মাতৃত্বের নিঃসৃত হয়ে থাকে কিনা সে সম্পর্কেও এখনো জানা যায়নি। এজন্য যে সকল মায়েরা বাচ্চাদের দুধ পান করান তাদের ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
দিপা ট্যাবলেট ব্যবহারে সতর্কতা
দিপা ট্যাবলেটটি আমাদের এলার্জি জনিত বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় এই ঔষধটি সহযোগিতা করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটির ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
তা না হলে আমাদের অজান্তেই ঘটে যেতে পারে কিছু মারাত্মক দুর্ঘটনা। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক দিপা ট্যাবলেট ব্যবহারে সতর্কতা সম্পর্কে-
- যাদের QT ইন্টারভ্যাল বেড়ে যায় তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
- যে সকল রোগীর অসংশােধিত হাইপােক্যালামিয়া ক্লিনিক্যালি ব্রাডিকার্ডিয়া অথবা একিউট মায়ােকার্ডিয়াল ইস্কেমিয়া আছে তাদের এই ঔষধটি সেবন করার ক্ষেত্রে বিশেষ সর্তকতা মেনে চলতে হবে।
- যাদের বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে।
- এছাড়াও যে সকল রোগীদের কিডনি বা যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি গ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা দিপা কিসের ঔষধ, এর কাজ কি, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। সেই সাথে আমরা এখানে দিপা ওষুধটির দাম, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এর ব্যবহার এবং এর সতর্কতা সম্পর্কেও তুলে ধরেছে।
আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url