ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, এর কাজ কি এবং কিসের ওষুধ।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, এর কাজ কি এবং কিসের ওষুধ সম্পর্কে আজকে আর্টিকেলে আমরা আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট করে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো সঠিক কোন তথ্য পাচ্ছেন না।
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকে এই আর্টিকেলে আমরা উক্ত বিষয় সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর দাম কত
ম্যাক্সপ্রো ২০ একটি গ্যাস্ট্রিকের ঔষধ। বিভিন্ন সময়ে আমাদের গ্যাস্ট্রিকের কারণে ডাক্তাররা আমাদের ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এজন্য এর সঠিক মূল্য না জেনে থাকার কারণে অনেক সময় দোকানদাররা আমাদের থেকে বেশি টাকা দাবি করে নেই।
এজন্য আমাদের এই ঔষধটির সঠিক মূল্য সম্পর্কে জেনে থাকা অত্যন্ত জরুরী। তবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ফার্মেসিতে এই ওষুধটির মূল্য কিছুটা কম বেশি হতে পারে। ম্যাক্সপ্রো ২০ মি.গ্রা. ওষুধটির মূল্য হলোঃ
- প্রতিটি ক্যাপসুল এর মূল্য: 7 টাকা
- প্রতিটি পাতার মূল্য ( প্রতিটি পাতায় ১৪ টি করে ক্যাপসুল রয়েছে ): 98 টাকা
- প্রতিটি বক্সের মূল্য: 980 টাকা
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেটটি ইসোমিপ্রাজল গ্রুপের রেনেটা লিমিটেড দ্বারা তৈরি কৃত একটি ঔষধ। আর এই ওষুধটি খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। যে সকল নিয়ম মেনে খেলে এই ঔষধটি আমাদের শরীরে দ্রুত কাজ করতে সাহায্য করে থাকে। তাহলে এবার চলুন ম্যাক্সপ্রো ২০ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক-
- সাধারণত ইসোমিপ্রাজল গ্রুপের ঔষধ খাবার খাওয়ার ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে খেতে হয়।
- তবে রোগের ধরন অনুযায়ী এই ঔষধটি সেবন করার সময়খল ভিন্ন হতে পারে।
- এই ঔষধটি সম্পূর্ণ গিলে খাওয়ার পর যথেষ্ট পরিমাণে পানি পান করবেন।
- এই ওষুধটি যদি আপনাদের গিলে খেতে সমস্যা হয় তাহলে আপনারা বিশুদ্ধ পানিতে এই ঔষধটি মিশিয়ে ভালো মতো নেড়ে সম্পন্ন মিশ্রণটি একবারেই গ্রহণ করুন।
- প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একবার করে ২০ মি.গ্ৰা. বা ৪০ মি.গ্রা. মাত্রায় খেতে হবে।
- শিশুদের জন্য যাদের বয়স ১ থেকে ১৭ বছর এর মধ্যে তারা প্রতিদিন একবার করে তাদের ওজন অনুযায়ী ১০ মি.গ্রা. বা ২০ মি.গ্রা. মাত্রায় সেবন করতে হবে।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর কাজ
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেটটির প্রধান কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা। এই ঔষধটি গ্রহণের ফলে এটি গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ, ডিওডেনাল আলসার, ডিসপেসিয়া, জলিঞ্জার-ইলিশন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসায় কাজ করে থাকে।
এছাড়াও গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় আমাদের বুক জ্বালাপোড়া, পেটব্যথা এবং তেল জাতীয় খাবার খাওয়ার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধে কাজ করে থাকে। সাধারণভাবে আমরা বলতে পারি যে, এসিডের কারণে তৈরি হওয়া আমাদের পেটের মধ্যে যে ব্যথা সৃষ্টি হয়।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেটটি গ্রহণের ফলে এটি সে সকল সমস্যা দূর করতে সহযোগিতা করে থাকে। এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের কারণে দীর্ঘদিন ধরে আলসারের সৃষ্টি হয়েছে। এই অবসর টি গ্রহণের ফলে এটি সে সকল সমস্যা দূর করতে কাজ করে থাকে।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট কিসের ওষুধ
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেটটি হ্যালো ইসোমিপ্রাজল গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটির প্রধান কাজ হচ্ছে গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত বা গ্যাস্ট্রিক জনিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকে। ইসোমিপ্রাজল হচ্ছে একটি প্রোটন পাম্প ইনহেবিটর যা আমাদের শরীরে গ্যাষ্ট্রিক এর কারণে সৃষ্টি হওয়া এসিড H+/K+ নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্ত করে।
এছাড়াও ম্যাক্সপ্রো ২০ ওষুধের মূল উপাদান ইসোমিপ্রাজল প্রোটন পাম্প ইনহিবিটারের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা আর্সেনিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিক এসিড নিয়ন্ত্রণ করতে সক্ষম। যার ফলে এটি গ্রহণে আমাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে কাজ করে থাকে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ম্যাক্সপ্রো ২০ খাওয়া নিরাপদ কি
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ম্যাক্সপ্রো ২০ খাওয়া নিরাপদ কি? এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। সাধারণত গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে এই ঔষধটি ব্যবহারের কোন নির্দেশনা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। তবে এই ঔষধটি গবেষকরা জীবজন্তুর ওপর পরীক্ষা করে দেখেছেন।
কিন্তু তাদের সেই পরীক্ষার মাধ্যমে এই ঔষধের প্রভাব জীবজন্তুর ওপর কোন ধরনের বিকলাঙ্গ জনিত ফলাফল পায়নি। আর যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজল গ্রুপের ঔষধ শিশুদের উপর কোন ধরনের ক্ষতিকারক প্রভাব পাওয়া যায়নি।
সেহেতু আপনারা চাইলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ঔষধটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারেন। অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে পারেন।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেটটি সাধারণত আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক ও গ্যাস্ট্রিক আলসার জনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। তবে এই ওষুধটি গ্রহণের ফলে এর কিছু মৃদু ও অস্থায়ী সময়ের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
তবে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সাধারণ সময়ের জন্য দেখা দিতে পারে। যেগুলো মোটেও চিন্তার কোন বিষয় নয়। এই ঔষধটি গ্রহণের ফলে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হলোঃ
- মাথাব্যথা
- ডায়রিয়া
- বমি বমি ভাব
- তলপেটে ব্যথা
- কোষ্ঠকাঠিন্য
- পেট ফাঁপা
- খাবারের প্রতি অনীহা
এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও এই ওষুধটি সেবন করার ফলে এটি আমাদের শরীরে নিউমোনিয়ার হওয়ার সম্ভাবনা ৩০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আর এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট ব্যবহারে সতর্কতা
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেটটি গ্যাস্ট্রিকজনিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করে ঠিকই। কিন্তু এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তা না হলে এটি আমাদের উপকারের চাইতে ক্ষতি বেশি করতে পারে।
যেহেতু শিশুদের ক্ষেত্রে এ ঔষধের কার্যকারিতা ও নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেহেতু এই ওষুধটি শিশুদের গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। এছাড়াও যারা কিডনি রোগের রোগী রয়েছেন।
তাদের এই ঔষধটি গ্রহণের ফলে ওষুধের জৈবলভ্যতা বেড়ে যেতে পারে। এজন্য তাদের এই ঔষধটি গ্রহণে সতর্কতা অবলম্বন করা উচিত। যারা গ্যাস্ট্রিক আলসারের রোগী রয়েছেন তারা এই ওষুধটি গ্রহণের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে সেবন করতে হবে।
তা না হলে এই ওষুধটি গ্রহণের ফলে ম্যাক্সপ্রো রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে। এছাড়াও এই ওষুধটি গ্রহণের ফলে যদি বিরল কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ বা সরণাপন্ন হওয়া উচিত।
শেষ মন্তব্য
প্রিয় বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমরা ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, এর কাজ কি এবং কিসের ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা উপরে উক্ত আলোচনার মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা এখানে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেছি যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর এভাবেই আমাদের পাশে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। কারণ আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ক্যাটাগরির বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি। আপনাদের যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url