ভিসেট ৫০ কিসের ঔষধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
ভিসেট ৫০ কিসের ঔষধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই আটকেলে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা হয়তো এই ঔষধটি সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে দেখেছেন কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য পাচ্ছেন না।
তাহলে চিন্তার কোন কারণ নেই আপনারা আজকের এই আর্টিকেলটি পাড়ার মাধ্যমে উক্ত বিষয়ে সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন।
ভিসেট ৫০ এর দাম কত
ভিসেট ৫০ এর দাম কত? এই সম্পর্কে আমাদের কমবেশি অনেকেরই অজানা রয়েছে। তাহলে চলুন এবার ভিসেট ৫০ ওষুধ টির সঠিক মূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রতিটি ওষুধের মূল্য: ৮ টাকা
- প্রতিটি পাতার মূল্য (প্রতিটি পাতায় দশটি করে ওষুধ রয়েছে): ৮০ টাকা
- প্রতিটি বক্সের মূল্য: ৪০০ টাকা
ভিসেট ৫০ কিসের ঔষধ
ভিসেট ৫০ ওষুধটি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা তৈরি ঘৃত একটি ঔষধ, যার সক্রিয় উপাদান হলো টাইমোনিয়াম মিথাইলসালফেট। এই ঔষধটি মূলত একটি মাংসপেশীর খিঁচুনি রোধকারী ঔষধ, যা নারীদের পরিপাকনালী, পিত্ত তন্ত্র, মুদ্রাসয় ও জরায়ুর পেশির সংকোচন কমিয়ে আনে।
এছাড়াও এটি পেটের ব্যথা, ডায়রিয়া, পিত্তথলিতে পাথর জনিত ব্যথা এবং মেয়েদের মাসিকের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি মূত্রনালী ও স্ত্রী যৌনাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথা কমাতেও কার্যকরী।
ভিসেট ৫০ এর কাজ কি
ভিসেট ৫০ ওষুধটিরসক্রিয় উপাদান হলো টাইমোনিয়াম মিথাইলসালফেট। এটি এসিটাইলকোলিন ও হিস্টামিনের কার্যক্রম প্রতিরোধ হিসেবে কাজ করে থাকে। এটি কোষের ঝিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধন শক্তিশালী করে।
যার ফলে এটি অন্ত্র, পিত্তথলি, মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশীর সংকোচন কমায় এবং অভ্যন্তরীণ ব্যথা কমাতে সহযোগিতা করে।
ভিসেট ৫০ খাওয়ার নিয়ম
ইতিপূর্বেই আপনারা ভিসেট ৫০ কিসের ঔষধ এবং এর কাজ কি এই সকল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এখন এ সকল বিষয় জানার পর আপনাদের মনে একটি বিষয় আসতে পারে সেটি হচ্ছে যে, ভিসেট ৫০ খাওয়ার নিয়ম কি সেই বিষয়ে।
এখন আমরা আপনাদের এই বিষয়ে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন এইবার জেনে নেওয়া যাক ভিসেট ৫০ খাওয়ার নিয়ম সম্পর্কে।
- প্রথমত এই ওষুধটি আপনারা খাবার খাওয়ার পরে সেবন করার চেষ্টা করবেন।
- প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দৈনিক ২-৬ টি ট্যাবলেট সেবন করতে হবে।
- শিশুদের জন্য দৈনিক ৩ মিঃলিঃ/কেজি বা ৬ মিঃগ্রাঃ/কেজি করে শরীরের দৈহিক ওজন মাত্রায় বিভক্ত করে সেবন করতে হবে।
- এই ঔষধটি খাওয়ার পর অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন।
ভিসেট ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
আমরা সকলেই জানি যে, প্রত্যেকটি ঔষদেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এ পৃথিবীতে এমন কোন ঔষধ নেই যে ওষুধের কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভিসেট ৫০ ওষুধটিও তার মধ্যে একটি। এই ওষুধটি আমাদের নানান ধরনের রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকে ঠিকই।
কিন্তু এই ওষুধটি গ্রহণ করার ফলে আমাদের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে অন্যান্য ঔষধ এর চেয়ে এই ওষুধটির খুবই সামান্য পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলোঃ
- মুখ সুস্থতা
- বদহজম
- মাথা ঘোরা
- চুলকানি
এছাড়াও এই ওষুধটি খাওয়ার ফলে কারো কারো হাইপোটেনশন ও ট্যাকিকার্ডিয়া মতো সমস্যা বা ঝুঁকি দেখা দিতে পারে। আর যদি কারো গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
গর্ভাবস্থায় কি ভিসেট ৫০ খাওয়া যাবে
ভিসেট ৫০ ওষুধের মূল উপাদান হলো টাইমোনিয়াম মিথাইলসালফেট। এটি কে প্রাণীর ওপর গবেষণা করে দেখা গেছে যে, এটি প্রাণীর দেহের উপর কোন ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে না। সাধারণ ব্যবহারে এখন পর্যন্ত এটি প্রাণীর ওপর কোন ধরনের বিকলাঙ্গতা দেখা যায়নি।
এইজন্য গর্ভাবস্থায় এই ঔষধটি যদি আপনার উপকারে আসে তাহলে এটি সেবন করতে পারেন। তবে এই ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং সর্তকতা অবলম্বন করা উচিত।
ভিসেট ৫০ ব্যবহারে সতর্কতা
প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই তার সতর্কতা সম্পর্কে সকলের জেনে থাকা অত্যাবশ্যক। কেননা যদি কোন ঔষধ অসতর্কতার সাথে সেবন করা হয় তাহলে তা উপকারের চেয়ে ক্ষতির প্রভাব বেশি দেখা যায়। ভিসেট ৫০ ওষুধটিও ব্যবহারের ক্ষেত্রে বেশকিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
আর এ সকল সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভিসেট ৫০ ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে। নিজে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- যে সকল রোগীদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত।
- যাদের তীব্র ফুসফুসের প্রদাহ, করোনারী অপর্যাপ্ততা, দেহে অধিক তাপ বৃদ্ধি রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
- সেই সাথে যাদের বৃক্কীয় ও যকৃতের কার্যকারিতার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত।
- এই ওষুধটি সেবন করার ফলে দৃষ্টি বিভ্রাট হওয়ার ঝুঁকি থাকে এজন্য আপনারা গাড়ি বা যেকোনো ধরনের মেশিন চালানো সময় এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ভিসেট ৫০ কিসের ঔষধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে এই ওষুধটি সম্পর্ক কারো বিভিন্ন বিষয় তুলে ধরেছি। সেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এই ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন। কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ক্যাটাগরির বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url