রিজারভিক্স এস আর ২০০ কিসের ঔষধ, কাজ কি, খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।

রিজারভিক্স এস আর ২০০ কিসের ঔষধ, কাজ কি, খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট খুঁজে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো নির্ভরযোগ্য কোনো তথ্য পাচ্ছেন না এজন্যই আমাদের ওয়েবসাইটে এসেছেন।
রিজারভিক্স এস আর ২০০ কিসের ঔষধ
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা উক্ত বিষয়ে সহ রিজারভিক্স এস আর ২০০ ওষুধটির সম্পর্কে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।

রিজারভিক্স এস আর ২০০ এর দাম কত

রিজারভিক্স এস আর ২০০ এর দাম কত? এ বিষয়ে আমাদের অনেকেরই অজানা। তাহলে চলুন এবার রিজারভিক্স এস আর ২০০ এর সঠিক দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
  • প্রতিটি ট্যাবলেটের মূল্য: 8.00 টাকা
  • প্রতিটি পাতার মূল্য (প্রতিটি পাতায় দশটি করে ঔষধ রয়েছে): 80.00 টাকা
  • প্রতিটি বক্সের মূল্য: 240.00 টাকা
বি.দ্র: (এই ওষুধটির মূল্যস্থান এবং সময় এর সাথে পরিবর্তনশীল। এইজন্য আপনারা এর সঠিক মূল্য জানতে ফার্মেসিতে যোগাযোগ করুন।)

রিজারভিক্স এস আর ২০০ কিসের ঔষধ

রিজারভিক্স এস আর ২০০ ওষুধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। এই ঔষধটির মূল উপাদান হলো এসিক্লোফেনাক। এই ওষুধটি অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, দাঁতে ব্যথা, আঘাত জনিত ব্যথা এবং লাম্বাগো-এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে কাজ করে।

রিজারভিক্স এস আর ২০০ এর কাজ কি

রিজারভিক্স এস আর ২০০ ওষুধটির মূল উপাদান হলো এসিক্লোফেনাক, যা একটি নন-স্টেরয়ডাল জাতীয় ঔষধ। এই ঔষধটি বিভিন্ন ধরনের প্রদাহ বিরোধী এবং ব্যথা নাশক চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি অস্টিওআরথ্রাইটিস, রিউমাটয়েড আরথ্রাইটিস ও এনকাইলোজিং স্পনডাইলিটিসের ব্যথা ও প্রদাহ দূর করতে ব্যবহৃত হয়ে থাকে।

এসিক্লোফেনাক সাইক্লোঅক্সিজিনেজ এনজাইম এর কার্যকারিতা বাধাগ্রস্ত করে, যা প্রোস্ট্যাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে আনে। আর এই প্রোস্ট্যাগ্ল্যান্ডিন আমাদের শরীরে ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে। তাই এসিক্লোফেনাক এর উৎপাদন কমিয়ে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।

রিজারভিক্স এস আর ২০০ খাওয়ার নিয়ম

রিজারভিক্স এস আর ২০০ খাওয়ার নিয়ম
রিজারভিক্স এস আর ২০০ খাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। তাহলে চলুন এবার সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলোঃ
  • প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি ট্যাবলেট ২০০ মিঃগ্রাঃ করে সেবন করতে হবে অথবা ১০০ মিঃগ্রাঃ করে দিনে ২ বার সেবন করতে হবে।
  • শিশুদের জন্য এই ওষুধটি ব্যবহারের কোন ক্লিনিকাল তথ্য পাওয়া যায়নি। এই জন্য এটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
  • এই ওষুধটি অবশ্যই গিলে খাওয়ার চেষ্টা করবেন।
  • এই ঔষধটি খাওয়ার পরে অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি পান করবেন।

রিজারভিক্স এস আর ২০০ এর উপকারিতা

রিজারভিক্স এস আর ২০০ ওষুধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা তৈরি করে তো একটি ঔষধ। আর এই ওষুধটি মূলত ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়ে থাকে। এই ওষুধটি সেবনে বেশ কিছু উপকারিতা পাওয়া যায় সেগুলো সম্পর্কে নিচে তুলে ধরা হলোঃ
  • এই ওষুধটি গ্রহণের ফলে এটি আমাদের দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে থাকে।
  • এটি আমাদের আঘাত জনিত এবং লাম্বাগো-এর প্রদাহ ও ব্যথা নিরাময় করতেও সহযোগিতা করে থাকে।
  • এটি আমাদের পিঠের নিচের দিকের ব্যথা কমাতেও সাহায্য করে থাকে।
  • এসিক্লোফেনাক একিউট ও ক্রনিক ব্যাথা নিরাময় করতে এই ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

রিজারভিক্স এস আর ২০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই জগতে এমন কোন ঔষধ নাই যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যেকটি ঔষদেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধে বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। রিজারভিক্স এস আর ২০০ ওষুধটিও এর বাইরে নয়।

এই ঔষধটি আমাদের বিভিন্ন ধরনের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে থাকে ঠিকই। কিন্তু এই ঔষধটি সেবনের ফলে এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম গুরুত্বপূর্ণ এবং ক্ষণস্থায়ী। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
  • বদহজম
  • পেটে ব্যথা
  • বমি বমি ভাব
  • ফুসকুড়ি
  • আর্টিক্যারিয়া
  • ডায়রিয়া
  • মাথা ঘোরা
এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মাঝে মাঝে খুব কম ক্ষেত্রে রক্তে ক্রিয়াটিনিনের মাত্রা বৃদ্ধির মত সমস্যা দেখা দিতে পারে। তবে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

রিজারভিক্স এস আর ২০০ কি গর্ভাবস্থায় খাওয়া যায়

রিজারভিক্স এস আর ২০০ কি গর্ভাবস্থায় খাওয়া যায়? এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। রিজারভিক্স এস আর ২০০ ওষুধটি গর্ভাবস্থায় এর ব্যবহারের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এজন্য প্রত্যাশিত সুবিধা এবং গর্ভে থাকা ভ্রুনের যদি কোন ধরনের ঝুঁকি থাকে তাহলে এটি ব্যবহারে বিরত থাকা উচিত।
রিজারভিক্স এস আর ২০০ কি গর্ভাবস্থায় খাওয়া যায়
আর যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ওষুধটির সবচেয়ে কম কার্যকরী মাত্রাই সেবন করা উচিত হবে। আর গ্রহণের পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করবেন।

রিজারভিক্স এস আর ২০০ ব্যবহারে সতর্কতা

রিজারভিক্স এস আর ২০০ ওষুধটি গ্রহণে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে এটি অজান্তে আপনার আরো বিভিন্ন ধরনের রোগ বা ক্ষতি করে দিতে পারে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক রিজারভিক্স এস আর ২০০ ব্যবহারে কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে।
  • যে সকল রোগীদের গ্যাস্ট্রিকালচার আছে বা ধারণা করা হচ্ছে যে তাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্লিডিং রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে অবলম্বন করতে হবে।
  • যে সকল রোগীদের লিভার এবং হৃদরোগের সমস্যা বা কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এ ওষুধটি সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত।
  • মাথা ঘোরা অথবা আর্টিক্যারিয়ায় রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে।
  • বাচ্চাদের এই ঔষধটি গ্রহণে বা ব্যবহারের কোন ধরনের ক্লিনিক্যাল তথ্য নেই। এইজন্য এই ওষুধটি বাচ্চাদের গ্রহণ করানো যাবে না।

লেখকের শেষ মন্তব্য

প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা রিজারভিক্স এস আর ২০০ কিসের ঔষধ, কাজ কি, খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আটকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

এ ধরনের আরও নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ক্যাটাগরির বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধরে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url