বেক্লো ২৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
বেক্লো ২৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব। আপনারা হয়তো এ বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে দেখেছেন কিন্তু এ বিষয়ে হয়তো নির্ভরযোগ্য কোনো তথ্য পাচ্ছেন না। এজন্যই আপনারা আমাদের এই ওয়েবসাইটে এসেছেন।
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা উক্ত বিষয়ে সহ বেক্লো ২৫ ওষুধ নিয়ে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।
বেক্লো ২৫ এর দাম কত
বেক্লো ২৫ এর দাম কত? এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাহলে চলুন এইবার বেক্লো ২৫ ওষুধটির সঠিক দাম সম্পর্কে জেনে নেওয়া যাক -
- প্রতিটি ওষুধের মূল্য: 20.14 টাকা
- প্রতিটি পাতার মূল্য(প্রতিটি পাতায় ১৪ টি করে ওষুধ রয়েছে): 281.96 টাকা
- প্রতিটি বক্সের মূল্য: 563.92 টাকা
বি.দ্র: সময় এবং স্থান ভেদে এই ওষুধগুলোর দাম পরিবর্তনশীল। এই জন্য আপনারা সঠিক দাম জানার জন্য ফার্মেসিতে খোঁজ নিন।
বেক্লো ২৫ কিসের ওষুধ
বেক্লো ২৫ ওষুধটি অপসোনিন ফার্মা লিমিটেড দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। যার প্রধান উপাদান হলো ব্যাক্লোফেন। এটি একটি পেশী শিথিলকারী এবং একটি অ্যান্টিস্পাস্টিক এজেন্ট হিসাবে কাজ করে। এছাড়াও এই ঔষধটি নিম্নলিখিত উপসর্গের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো হলো-
- মাল্টিপোল স্ক্লেরোসিস দ্বারা সৃষ্ট পেশী শক্ত হওয়া এবং খিচুনি কমাতে কার্যকর।
- এটি ফ্লেক্সর স্পাজম, ক্লোনাস, মাসকিউলার রিজিডিটি সংশ্লিষ্ট ব্যথা কমাতেও এটি ব্যবহৃত হয়।
- আমাদের কশেরুকাতে আঘাত এবং কশেরুকার আরো অন্যান্য সমস্যা সমাধানে টিভি ব্যবহৃত হয়ে থাকে।
- রিউমাটিক ডিজঅর্ডার দ্বারা সৃষ্ট হাড়ের সন্ধিস্থলে ব্যথা কমাতে এটি কার্যকর।
- এছাড়াও সেরেব্রোভাসকিউলার দূর্ঘটনা অথবা ব্রেনের অন্যান্য সমস্যা সমাধানে এটি ব্যবহৃত হয়ে থাকে।
বেক্লো ২৫ এর কাজ কি
বেক্লো ২৫ ওষুধটির মূল উপাদান হলো ব্যাক্লোফেন, যা গাবা-বি রিসেপ্টরকেউদ্দীপিত করে। যার ফলে গ্লুটামেট ও এসপারটেট এর সংশ্লেষণে বাধা তৈরি করে। এর ফলে মনোসিনেপটিক ও পলিসিনেপটিক রিফ্লেক্স প্রতিহত হয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবসাদ করে দেয় এবং আমাদের পেশির খিঁচুনি ও ব্যথা কমাতে সাহায্য করে।
বেক্লো ২৫ খাওয়ার নিয়ম
বেক্লো ২৫ ওষুধটি মূলত পেশির খিঁচুনি ও ব্যথা কমাতে সাহায্য করে থাকে। কিন্তু এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাহলে চলুন এবার এই ঔষধটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক-
- পূর্ণবয়স্ক এবং ১০ বছরের উপরের মানুষদের জন্য ৫ মিগ্রা করে দিনে তিনবার খাবার খাওয়ার পরে সেবন করতে হবে। আস্তে আস্তে এর মাত্রা বাড়িয়ে রোগ অনুযায়ী সর্বোচ্চ ১০০ মিগ্রা পর্যন্ত সেবন করা যেতে পারে।
- ১০ বছরের নিচে শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ে ২.৫ মিগ্রা করে দিনের চারবার সেবন করা যেতে পারে। পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুযায়ী এর মাত্রা বৃদ্ধি করতে পারেন।
- ১২ মাস থেকে ২ বছরের শিশুদের দৈনিক ১০-২০ মিগ্রা পর্যন্ত সেবন করা যাবে।
- ২ বছর থেকে ৬ বছরের শিশুদের জন্য দৈনিক ২০-৩০ মিগ্রা পর্যন্ত সেবন করা যাবে।
- ৬ বছর থেকে ১০ বছরের শিশুদের জন্য দৈনিক ৩০-৬০ মিগ্রা পর্যন্ত সেবন করা যাবে।
- এই ঔষধটি আপনারা খাবার খাওয়ার পরে সেবন করা চেষ্টা করবেন।
- এই ঔষধটি কক্ষনো নই চিবিয়ে না খেয়ে পানি দিয়ে গিলে খাওয়ার চেষ্টা করুন।
- এ ওষুধটি গ্রহণের পরে অবশ্যই পরিমাণ মতো পানি পান করবেন।
বেক্লো ২৫ এর উপকারিতা
বেক্লো ২৫ ওষুধটি সেবনে বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আপনাদের জানা নেই। আজকের এই আর্টিকেলে আমরা বেক্লো ২৫ ওষুধটি সেবনে কি কি উপকারিতা পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। নিচে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলোঃ
- এই ঔষধটি সেবনের ফলে মাল্টিপল স্ক্লেরোসিস এবং অন্যান্য স্নায়বিক রোগ দ্বারা সৃষ্ট পেশির খিঁচুনি ও স্পাসটিসিটি কমাতে সাহায্য করে থাকে।
- আমাদের মেরুদন্ডের আঘাত এবং ফ্লেক্সর স্পাজম দ্বারা সৃষ্ট পেশির সংকোচন ও ব্যথা উপশম করতে সাহায্য করে থাকে।
- এছাড়াও রিউমাটিক ডিজঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেলেটাল মাসল স্পাজম কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
- এই ঔষধটি সেবন করার ফলে এটি আমাদের ব্রেনের অন্যান্য সমস্যা জনিত পেশীর খিচুনি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বেক্লো ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই পৃথিবীতে এমন কোন ঔষধ নেই যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যেকটি ঔষদেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধে বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। বেক্লো ২৫ ঔষধ দিও এর বাইরে নয়।
এই ঔষধটি সেবনের ফলে এটি আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকে ঠিকই। কিন্তু এই ঔষধটি সেবন করার ফলে আমাদের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলোঃ
- তন্দ্রালুতা
- ঘুম ঘুম ভাব
- ঝিমুনি
- দুর্বলতা
- অবসাদ
- মাথাব্যথা
- নিন্দ্রাহীনতা
- সামান্য উত্তেজনা
- হতাশা
- মুখের শুষ্কতা
- বমি বমি ভাব
- ডায়রিয়া
- ঘন ঘন প্রস্রাব হওয়া
- ক্ষুধামন্দা
এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও আরো অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন চুলকানি, ওজন বৃদ্ধি, নাক বদ্ধতা, চোখে ঝাপসা দেখা হেপটিক সমস্যা ইত্যাদি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সকল ছাড়াও আপনাদের যদি গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
গর্ভাবস্থায় কি বেক্লো ২৫ খাওয়া যাবে
বেক্লো ২৫ ওষুধটির মূল উপাদান হলো ব্যাক্লোফেন। আর গর্ভস্থায় ব্যাক্লোফেনর খাওয়া নিরাপদ কিনা সেই বিষয়ে এখনো কোন তথ্য প্রতিষ্ঠিত হয়নি। আর ব্যাক্লোফেন প্লাসেন্টা অতিক্রম করে। এজন্য গর্ভাবস্থায় যদি এটি সেবন করা আপনার যৌগের চেয়ে উপকারিতা বেশি হয় তাহলে এটি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
বেক্লো ২৫ ব্যবহারে সতর্কতা
বেক্লো ২৫ ওষুধটি ব্যবহারে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে অজান্তে এই ঔষধটি গ্রহণ করলে আপনাদের নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। তাহলে চলুন এইবার এই ঔষধটি ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক-
- রেনাল ইমপেয়ারমেন্টের রোগীদের এবং যারা দীর্ঘদিন হিমোডায়ালাইসিস নিচ্ছেন তাদের এই ঔষধটি সতর্কতার সাথে সেবন করা উচিত।
- যে সকল মানুষরা স্পাজম ছাড়াও অন্যান্য মানসিক সমস্যা, পাগলামি, হতাশা, অস্থিরতায় ভুগছে তাদের এই ঔষধটি সতর্কতার সাথে সেবন করতে হবে।
- খিচুনি রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে।
- এছাড়াও যে সকল রোগীদের আলসার, সেরেব্রোভাসকুলার ডিজিজ, হেপটিক বাসনালীর সমস্যা রয়েছে তাদের সতর্কতার সাথে এই ঔষধটি সুমন করতে হবে।
- যাদের শ্বাসনালীর পেশীর দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে।
- স্ট্রোক রোগীদের জন্য এই ঔষধটি খুব বেশি উপকারী নয় এজন্য তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। দরকারে এই ঔষধটি সেবন না করাই তাদের জন্য উত্তম হবে।
শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা বেক্লো ২৫ কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। সেই সাথে আমরা আপনাদের সুবিধার্থে বেক্লো ২৫ ওষুধটি নিয়ে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এই ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ক্যাটাগরির বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url