ইনডেভার ১০ কিসের ঔষধ, খাওয়ার নিয়ম এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন।
ইনডেভার ১০ কিসের ঔষধ, খাওয়ার নিয়ম এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আমরা আজকের আর্টিকেলে আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেছেন। কিন্তু এই বিষয়ে হয়তো নির্ভরযোগ্য কোনো তথ্য পাচ্ছেন না।
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা উক্ত বিষয় সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।
ইনডেভার ১০ এর দাম কত
ইনডেভার ১০ এর দাম কত? এ সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। তাহলে চলুন এবার ইনডেভার ১০ ঔষধটির সঠিক মূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রত্যেকটি ঔষধের মূল্য: 0.51 টাকা
- প্রত্যেকটি পাতার মূল্য ( প্রতিটি পাতায় বৃষ্টি করে ঔষধ রয়েছে ): 10.20 টাকা
- প্রত্যেকটি বক্সের মূল্য: 102.00 টাকা
বি.দ্র:( সময় এবং স্থানভেদে এই ওষুধটির মূল্য পরিবর্তনশীল। এইজন্য আপনারা এর সঠিক মূল্য জানতে আপনার পার্শ্ববর্তী ফার্মেসিতে যোগাযোগ করুন )
ইনডেভার ১০ কিসের ঔষধ
ইনডেভার ১০ ওষুধটি এসিআই লিমিটেড দ্বারা তৈরীকৃত একটি ঔষধ। যার প্রধান উপাদান হলো প্রোপ্রানলল হাইড্রোক্লোরাইড। এই ওষুধটি মূলত একটি বিটা ব্লকার জাতীয় ঔষধ। এছাড়াও এই ঔষধটি নিম্নলিখিত উপসর্গের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো হলোঃ
- এটি আমাদের প্রাথমিক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে।
- বুকে ব্যথা জনিত সমস্যা যেমন এনজিনা পেক্টরিস, যা হৃদপিণ্ডে অক্সিজেনের চাহিদা কমিয়ে ব্যথা কমাতে সহযোগিতা করে।
- আমাদের হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন কমাতেও সহযোগিতা করে।
- থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত হরমোন তৈরি করে যে থাইরোটক্সিকোসিস নামক রোগ সৃষ্টি হয় এটি তা নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে।
- এটিই আমাদের শরীরে অতিরিক্ত উদ্বিগ্নতা কমাতেও সহযোগিতা করে।
- এছাড়াও এই ঔষধটি নিয়মিত ব্যবহার করলে এটি মাইগ্রেন প্রতিরোধ করতেও সহযোগিতা করে।
ইনডেভার ১০ এর কাজ কি
ইনডেভার ১০ ওষুধটির মূল উপাদান হলো প্রোপ্রানলল হাইড্রোক্লোরাইড, যা একটি বিটা অ্যাডরেনারজিক রিসিপ্টর বাধা প্রদানকারী ওষুধ। এই ঔষধটি মূলত উচ্চ রক্তচাপ এবং এনজিনা পেক্টরিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে থাকা প্রোপ্রানলল বিটা ক্যাটেকোলামাইন এর কার্যকারিতাকে বাধা প্রদান করে।
যার ফলে আমাদের হৃদ যন্ত্রের সংকুচিত ও প্রসারিত হওয়ার হার কমে যায় এবং হৃদ যন্ত্রে অক্সিজেনের চাহিদা কমিয়ে আনে। এছাড়াও এটি আমাদের শরীরে হৃদ স্পন্দন কমিয়ে এবং রক্তনালীগুলোকে প্রশস্ত করে যার ফলে এটি আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে।
ইনডেভার ১০ খাওয়ার নিয়ম
ইনডেভার ১০ খাওয়ার কিছু নিয়ম রয়েছে। যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। তাহলে চলুন এবার ইনডেভার ১০ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো-
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে (যাদের বয়স ১৮ বছরের উপরে):
- যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা দিনে দুইবার ৮০ মিগ্রা পর্যন্ত সেবন করতে হবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়িয়ে দৈনিক ১৬০-১৮০ মিগ্রা করে সেবন করা যেতে পারে।
- যে সকল রোগীদের এনজিনা পেক্টরিস এর সমস্যা রয়েছে তারা প্রথমে দিনে ২-৩ বার ৪০ মিগ্রা করে সেবন করতে হবে এরপরে দৈনিক ১২০-২৪০ মিগ্রা পর্যন্ত সেবন করা যাবে।
- থাইরােটক্সিকোসিস রোগীদের জন্য দৈনিক ৩-৪ বার ১০-৪০ মিগ্রাকরে সেবন করতে হবে পরবর্তীতে দৈনিক ৮০-১৬০ মিগ্রা পর্যন্ত সেবন করা যাবে।
- মাইগ্রেন প্রতিরোধের জন্য শুরুর দিকে ৪০ মিগ্রা করে দিনে দুইবার সেবন করতে হবে। এরপরে প্রয়োজন অনুযায়ী আপনারা দৈনিক ১৬০-১৮০ মিগ্রা পর্যন্ত সেবন করতে পারবেন।
শিশুদের ক্ষেত্রে (যাদের বয়স একদিন হতে ১৮ বছর পর্যন্ত):
- নবজাতক শিশুদের উচ্চ রক্তচাপের জন্য দিনে তিনবার ০.২৫-০.৫ মিগ্রা/কেজি করে সেবন করতে হবে। প্রয়োজন অনুযায়ী এর মাত্রা কম বেশি করা যাবে।
- ১ মাস বয়স হতে ১২ বছরের শিশুদের জন্য দিনে তিনবার করে ০.২৫-১ মিগ্রা/কেজি সেবন করতে হবে। তবে এদের সর্বোচ্চ ডোজ ৫ মিগ্রা/কেজি মাত্রায় সেবন করা যাবে।
- ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিশুদের জন্য শুরুর দিকে দিনে দুইবার ৮০ মিগ্রা করে সেবন করতে হবে। এরপরে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ১৬০-৩২০ মিগ্রা পর্যন্ত সেবন করা যাবে।
ইনডেভার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
এ পৃথিবীতে এমন কোন ওষুধ নেই যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যেকটি ঔষদেরি কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধে বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ইনডেভার ১০ ওষুধটিও এর বাইরে নয়।
এই ওষুধটি আমাদের উচ্চ রক্তচাপ, মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সহযোগিতা করে থাকে ঠিকই। কিন্তু এই ওষুধটি গ্রহণের ফলে এর কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর সে সকল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- পা ঠান্ডা হয়ে যাওয়া
- অবসন্নতা
- রক্তচাপ কমে যাওয়া
- বমি বমি ভাব
- মাথা ঘোরা
- অনিদ্রা
- প্যারিস্থিসিয়া
ইত্যাদি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো মৃদু সময়ের জন্য দেখা যায়। আপনারা যখন এর চিকিৎসা নেওয়া বন্ধ করে দিবেন তখনই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো তার সাথে সাথে ঠিক হয়ে যাবে।
গর্ভাবস্থায় কি ইনডেভার ১০ নিরাপদ?
গর্ভাবস্থায় কি ইনডেভার ১০ নিরাপদ? এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। গর্ভবতী অবস্থায় অনেকেরই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে অনেকেই এই ঔষধটি অজান্তেই গর্ভাবস্থায় সেবন করে থাকে। তবে এটি আপনার জন্য নিরাপদ কিনা সে সম্পর্কে জেনে থাকা অবশ্যই আপনার জন্য জরুরী।
সাধারণত গর্ভাবস্থায় ইনডেভার ১০ ব্যবহার করা নিষিদ্ধ। কারণ এর মধ্যে থাকা প্রােপ্রানল মানব দুখে নিঃসৃত হয়। এজন্য গর্ভাবস্থায়ী এই ঔষধটি খাওয়া গর্ভবতী নারী এবং তার গর্ভে ধারণ করা শিশুর জন্য নিরাপদ নয়।
ইনডেভার ১০ ব্যবহারে সতর্কতা
যে কোন ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই এটি সতর্কতার সাথে সেবন বা ব্যবহার করতে হবে। তা না হলে অসতর্কতার সাথে ব্যবহার করলে এটি আপনার নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। ইনডেভার ১০ ওষুধটিও ডাক্তাররা সতর্কতার সাথে ব্যবহার করতে বলেন।
তাহলে চলুন এবার ইনডেভার ১০ ব্যবহারে সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- যাদের যকৃতের সমস্যা এবং বৃক্কের দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
- গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের এই ঔষধটি সতর্কতার সাথে অবলম্বন করতে বলেন ডাক্তাররা।
- যদি পূর্বে অন্য কোন ঔষধ সেবন করেন তাহলে এই ঔষধটি গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইনডেভার ১০ কিসের ঔষধ, খাওয়ার নিয়ম এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আপনাদের সুবিধার্থে ইনডেভার ১০ ওষুধটি নিয়ে আরো বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করেছি। যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন।
এ ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন এবং আমাদের সাপোর্ট করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ক্যাটাগরির বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url