গরমে ছেলেদের চুলের যত্ন - গরমে ছেলেদের মুখের ক্রিম।

গরমে ছেলেদের চুলের যত্ন - গরমে ছেলেদের মুখের ক্রিম সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব। গরমের সময় আসলেই ছেলেদের চুল এবং মুখের বিশেষ যত্ন নিতে হয়। আর কিভাবে আপনাদের চুল এবং মুখের যত্ন নেবেন সে সম্পর্কে আজকে তুলে ধরব।
গরমে ছেলেদের চুলের যত্ন
এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এই জন্য আপনারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।

গরমে ছেলেদের চুলের যত্ন

গরমের দিনে ছেলেদের চুলের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই সময় গরমের কারণে হাওয়া ঘাম, ধুলোবালি এবং সূর্যের তাপের কারণে ছেলেদের চুল খুব সহজেই রুক্ষ এবং দুর্বল হয়ে পড়ে। আর গরমের সময় অতি গরমের কারণে অনেকের মাথায় খুশকি দেখা দিয়ে থাকে।

আর এই সময় যদি ছেলেদের চুলের যত্ন না নেওয়া হয় তাহলে এটি একসময় একটি মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। যার ফলে অনেকের অকালে মাথায় টাক পড়ে যায়। আর এজন্যই গরমের সময় ছেলেদের চুলের যত্নে কিছু কার্যকরী টিপস রয়েছে।

নিচে সে সকল কার্যকরী টিপস সম্পর্কে আলোচনা করা হলোঃ
  • ছেলেরা কম বেশি সবসময়ই কাজের কারণে বা বিভিন্ন কারণে বাইরে সময় কাটায়। এর ফলে তাদের মাথায় বা চুলে বাইরের বিভিন্ন ধরনের ধুলাবালি এবং ঘাম জমে থাকে। এজন্য বাইরে থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভালো মতো চুল ধুয়ে নিতে হবে।
  • গরমের সময় যদি আপনার মাথায় অতিরিক্ত অতিরিক্ত ময়লা জমে তাহলে আপনারা একদিন পরপর মাথায় শ্যাম্পু করবেন। অথবা যদি স্বাভাবিক থাকে তাহলে সপ্তাহে অন্তত দুইদিন শ্যাম্পু ব্যবহার করতে হবে।
  • চুলের সৌন্দর্য এবং চুলকে ভালো রাখার জন্য অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে হবে।
  • গরমে ভালোমতো চুলের যত্ন নিতে আপনারা অবশ্যই আপনাদের মাথায় নারকেল তেল, জলপাই তেল, মেথির তেল ইত্যাদি ব্যবহার করতে হবে।
  • গরমের সময় ছেলেদের ছোট এবং সহজ হেয়ার স্টাইল বেছে নিতে হবে, যাতে মাথা ঠান্ডা থাকে এবং তাপ কম ধরে রাখে।
  • গরমে ছেলেদের চুলের যত্ন নেওয়ার জন্য আপনারা তেলের সাথে পেঁয়াজ, লেবু, আমলকির রস মিশিয়ে মাথায় দিতে পারেন।
  • এছাড়াও আপনার চুলকে গরমের সময় ভালো রাখার জন্য অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি পান করার চেষ্টা করুন।

গরমে ছেলেদের মুখের ক্রিম

গরমের সময় পুরুষদের ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। তার কারণ হচ্ছে পুরুষরা প্রায় কম বেশি বাইরে থাকে এবং তারা বাইরে থাকার কারণে তোকে রোদ, ও ধুলবালির কারণে এটি ত্বকের ক্ষতি করে। আর এই ক্ষতি থেকে বাঁচতে গরমের সময় ছেলেদের ত্বকের যত্নে কিছু ক্রিম রয়েছে।
গরমে ছেলেদের ত্বকের যত্ন
যে ক্রিমগুলো ব্যবহার করার ফলে এটি ছেলেদের ত্বককে সুন্দর রাখতে সহযোগিতা করবে। এজন্য আমরা এই গরমে ও ছেলেদের মুখের জন্য কিছু কার্যকরী ক্রিম এর সম্পর্কে আলোচনা করব। যেগুলো ব্যবহার করার ফলে এটি গরমেও ছেলেদের ত্বককে মসৃণ ও সুন্দর রাখতে সহযোগিতা করবে।

তাহলে চলুন এইবার গরমে ছেলেদের মুখের ক্রিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে ছেলেদের জন্য কিছু ভালো ক্রিমের তালিকা দেওয়া হলোঃ
  • Nivea Men Creme: এই ক্রিমটি ব্যবহার করার ফলে মাত্র কয়েক সেকেন্ডেই এটি ছেলেদের ত্বকের আদ্রতা ফিরিয়ে আনে এবং ত্বককে শুষ্ক হতে রক্ষা করে।
  • Garnier Men Oil Clear Fairness Cream: এই ক্রিমটি গরমের সময় ব্যবহার করার ফলে এটি প্রথমেই ত্বকের উপরিভাগে ঘাম এবং তেল নিয়ন্ত্রণের মাধ্যমে তাৎক্ষণিক ছেলেদের ত্বককে ফর্সা করতে সহযোগিতা করে। সেই সাথে এটি তত্ত্বে করে ঘাম এবং তেল মুক্ত।
  • Pond's Men Oil Control Moisturizer: এই ক্রিমটি সাধারণত ভিটামিন বি৩ সমৃদ্ধ একটি ক্রিম, যা গরমের সময় ছেলেদের ত্বকের চেয়ে অতিরিক্ত তেল নিঃসরণ হয় এটি তা শোষণ করতে সহযোগিতা করে এবং ত্বককে হাইড্রেট রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।
  • Himalaya Herbals Acne-n-Pimple Cream: গরমের সময় ছেলেদের অনেকেরই ব্রণের সমস্যায় ভোগে থাকে। আর এই সমস্যা থেকে দূর করতে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি ব্যবহার করার ফলে এটিই ব্রণ নিরাময় করে ব্রণের সংক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে এবং ত্বককে ঠান্ডা রাখে।
  • Fair and Handsome: এই ক্রিমটি আমাদের সকলের পরিচিত একটি ক্রিম। আর এই ক্রিমটি গরমের সময় ছেলেদের জন্য একটি খুবই ভালো মানের ক্রিম, যা আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে সহযোগিতা করে।
  • Garnier Men Turbo Bright Face Cream: এই ক্রিমটি গরমের সময় ছেলেদের ত্বকের জন্য হতে পারে খুবই ভালো মানের একটি ক্রিম। এটি গরমের সময়ও ছেলেদের ত্বককে উজ্জ্বল রাখতে সহযোগিতা করে।

গরমে ছেলেদের ত্বকের যত্ন

বর্তমান সময়ে মেয়েদের পাশাপাশি পুরুষরাও এখন তাদের ত্বকের যত্নের বিষয়ে বেশ সচেতন হয়েছে। আর এই গরমে ছেলেদের ত্বকে নানান ধরনের সমস্যা ও জটিলতা দেখা দিতে পারে। আর এজন্য গরমের সময় ছেলেদের ত্বকের যত্নে বিশেষ খেয়াল রাখতে হবে।

গরমের সময় ছেলেদের ত্বকে ঘাম, ধুলোবালি, রোদ এবং অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে ছেলেদের ত্বক রুক্ষ, ব্রণ এবং ত্বক কালো হয়ে যেতে পারে। আর এ সকল সমস্যা থেকে বাঁচতে আমাদের কিছু কার্যকরী উপায় অবলম্বন করতে হবে।

যাতে গরমের সময়ও ছেলেদের ত্বক থাকে মসৃণ এবং উজ্জ্বল। তাহলে চলুন এবার সে সকল কার্যকরী হয় সম্পর্কে জেনে নেওয়া যাক -
  • ত্বক্কে পরিষ্কার রাখার জন্য অন্তত দিনে দুইবার ফেসওয়াশ দিয়ে মুখ দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার ত্বক তৈলাক্ত ময় হয় তাহলে ওয়েল ফ্রি ফেসওয়াশ ব্যবহার করার চেষ্টা করুন।
  • ত্বকের যত্নে এই গরমের মধ্যে বাইরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। এর ফলে এটি আপনাদের তত্ত্বে বাইরের সূর্যের ক্ষতিকারক আলো থেকে বাঁচতে সহযোগিতা করবে।
  • এই গরমের মধ্যেও ছেলেদের ত্বককে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরি আর এজন্যই আপনারা এই গরমেও অ্যালোভেরা বা হাইড্রেটিং ফেস ক্রিম ব্যবহার করার চেষ্টা করবেন।
  • আমাদের ত্বকের যত্নে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। সেই সাথে আপনারা চাইলে ডাবের পানি বাদ বিভিন্ন ধরনের ফলের রস খেতে পারেন।
  • আপনারা যখনই কাজ করে বাসায় ফিরবেন তখনই আপনার ত্বককে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। এতে করে আপনার ত্বকে থাকা ময়লা দূর হয়ে যাবে।
  • এছাড়াও গরমে ছেলেদের ত্বকের অতিরিক্ত তেল দূর করতে আপনারা প্রাকৃতিক ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।
  • এই গরমে ছেলেদের ত্বকের যত্নে আপনারা তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার শাকসবজি ও ফলমূল খাওয়ার চেষ্টা করুন। এতে করে সকল খাবার খাওয়ার ফলে এটি আমাদের করবে উজ্জ্বল এবং মসৃণ।

গরমে ছেলেদের জন্য কোন ফেসওয়াস ভালো

গরমে ছেলেদের জন্য কিছু ভালো মানের ফেসওয়াশ রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা গরমে ছেলেদের জন্য কোন ফেসওয়াশ ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তাহলে চলুন আর দেরি না করে আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক। নিচে গরমে ছেলেদের জন্য কোন ফেসওয়াস টি ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ
  • Loreal Men Expert Hydra Energetic Skin Awakening Icy Cleansing Gel: এই ফেসওয়াশটি সাধারণত ছেলেদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে এবং ত্বককে এনারজেটিক করে তোলে।
  • Nivea Men All-IN-1 Charcoal Face Wash: এই ফেসওয়াশটি গরমের সময় ছেলেদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং এটি ছেলেদের ত্বককে অলি ও ব্রণ এর সমস্যা থেকে দূরে রাখে।
  • Vaseline Men Anti Acne Face Wash: এই ফেসওয়াশটি ব্যবহার করার ফলে এটি গরমে ছেলেদের ত্বকের পরশে জমে থাকা ময়লা, ডেড সেলস ও ব্যাকটেরিয়া রিমুভ করে। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের উপসর্গ ধ্বংস করতে সাহায্য করে।
  • Zayn & Myza Tea Tree & Salicylic Acid Foaming Face Wash For Men: এফ ফেসওয়াসটি মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও আন্টি ইনফ্লামেটরি গুণ যা ব্রণের ব্যাকটেরিয়া রিমুভ করে এবং ত্বকের ইরিটেশন কমাতে সাহায্য করে থাকে।
  • Himalaya Men Pimple Clear Face Wash: এ ফেসওয়াস টি ব্যবহার করার ফলে এটি ব্রণ দ্বারা সৃষ্ট গর্ত প্রতিরোধ করে এবং তককে করে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল।

গরমে ছেলেদের ত্বক ফর্সা করার উপায়

গরমে ছেলেদের ত্বক ফর্সা করার উপায়
গরমের সময় ছেলেদের ত্বক ফর্সা ও উজ্জ্বল ময় রাখতে কিছু কার্যকরী উপায় রয়েছে। যেগুলো সম্পর্কে আপনারা জানলে আপনারাও নিয়মিত সে সকল উপায় অনুসরণ করতে শুরু করে দেবেন। আপনারা যদি সে সকল কার্যকারী উপায় অনুসরণ করে নিয়মিত ত্বকের যত্ন নেন।

তাহলে এটি শুধু আপনার ত্বককে ফর্সাই করবে না বরং আপনার ত্বককে করবে স্বাস্থ্যকর এবং দাগ মুক্ত। তাহলে চলুন এবার গরমে ছেলেদের ত্বক ফর্সা করার কিছু কার্যকরী উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ
  • সপ্তাহে কম করে হলেও দুই থেকে তিন দিন মুখের স্কার্ভ করতে হবে। আর এজন্য আপনারা সাইট্রিক এসিড, গ্লিসারিন অয়েল, ফ্রুট যুক্ত স্ক্রাবগুলো আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন। এর ফলে এটি আপনার ত্বক থেকে অতিরিক্ত ধোলা এবং তেল দূর করে আপনার স্কিনকে পরিষ্কার করে উজ্জ্বল করতে সাহায্য করবে।
  • গরমে ত্বককে ফর্সা করার জন্য আপনারা প্রাকৃতিক ফেসপ্যাক তৈরি করে ত্বকে 15 মিনিট লাগিয়ে রাখুন। এর ফলে এটি আপনার তককে করবে উজ্জ্বল এবং কালো দাগ দূর করতে সহযোগিতা করবে।
  • আপনাদের ত্বককে ফর্সা করার জন্য আপনারা রাতে ঘুমানোর পূর্বে একটি বরফের টুকরা দিয়ে পুরো ত্বককে ভালোমতো ঘষে নিন। এর ফলে এটি আপনার ত্বকের রক্ত চলাচল সচল করবে এবং ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সহযোগিতা করবে।
  • আপনারা আপনার ত্বক কে প্রাকৃতিক উপায়ে ফর্সা করার জন্য শসা কে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা প্রতিদিন বাসায় মুগ্ধ হওয়ার আগে শসার টুকরো দিয়ে 15 থেকে 20 মিনিট মুখে ভালোমতো ঘষে পরিষ্কার করে নিন। এটি প্রতিদিন ব্যবহার করলে এটি তত কে করবে পরিষ্কার এবং উজ্জ্বল।
  • তাছাড়াও আপনারা চাইলে সপ্তাহে এক থেকে দুই দিন অ্যালোভেরা জেল মুখে মেখে কিছুক্ষণ রেখে ভালোমতো ধুয়ে নিন। এটি করার ফলে এটি আপনার ত্বকের মৃত কোষগুলোকে দূর করবে এবং ত্বককে করে তুলবে উজ্জ্বল।
  • এ সকল উপায় ছাড়াও আপনারা প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করবেন এবং প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। এর ফলে এটি আপনার ত্বকের ক্লান্তি ভাব দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

শেষ মন্তব্য

প্রিয় বন্ধুরা, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা গরমে ছেলেদের চুলের যত্ন - গরমে ছেলেদের মুখের ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। সেই ছাড়াও আমরা আজকের এই আর্টিকেল আপনাদের সুবিধার্থে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি।

যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এ ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url