নরভিস ৫০ কিসের ঔষধ, এর কাজ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন।

নরভিস ৫০ কিসের ঔষধ, এর কাজ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব। আপনারা হয়তো এই বিষয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে দেখেছেন। কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য পাচ্ছেন না এজন্যই আমাদের এখানে এসেছেন।
নরভিস ৫০ কিসের ঔষধ
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের এই আর্টিকেলে আমরা উক্ত বিষয় সহ নরভিস ৫০ এর দাম, খাওয়ার নিয়ম, এবং সতর্কতা সম্পর্কে আলোচনা করব। এইজন্য আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।

নরভিস ৫০ এর দাম কত

নরভিস ৫০ এর দাম কত? এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাহলে চলুন এইবার নরভিস ৫০ এর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
  • প্রতিটি ট্যাবলেটের মূল্য: 8.50 টাকা
  • প্রতিটি পাতার মূল্য (প্রতিটি পাতায় ১০টি করে ঔষধ রয়েছে): 85.00 টাকা
  • প্রতিটি বক্সের মূল্য: 425.00 টাকা

নরভিস ৫০ কিসের ঔষধ

নরভিস ৫০ ওষুধটি মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি দ্বারা তৈরিকৃত একটি ঔষধ। এই ঔষধটি সাধারণত মেয়েদের মাংসপেশীর খিঁচুনী বিরোধী একটি ঔষধ, যা মেয়েদের পরিপাকনালীর, পিত্ততন্ত্র, মূত্রশয় ও জরায়ুর পেশীর সংকোচন কমাতে সহযোগিতা করে।

এটি পরিপাক নালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার চিকিৎসায় ও ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রীর জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথা কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

নরভিস ৫০ এর কাজ

নরভিস ৫০ ওষুধটির মূল উপাদান হলো টাইমোনিয়াম মিথাইলসালফেট, যা এসিটাইলকোলিন ও হিস্টামিনের এন্টাগোনিস্ট। টাইমোনিয়াম মিথাইলসালফেট শরীরের মসৃণ বা নরম পেশীগুলোকে শিথিল করে, যার ফলে খিচুনি জনিত ব্যথা কমে যায়।

এছাড়াও এটি মেয়েদের অন্ত্র, পিত্তথলি, মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশীর সংকোচন কমিয়ানে যা অভ্যন্তরীণ ব্যথা কমাতে সহযোগিতা করে।

নরভিস ৫০ খাওয়ার নিয়ম

নরভিস ৫০ খাওয়ার নিয়ম
নরভিস ৫০ খাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। এজন্য যাদের এ বিষয়ে কোন ধরনের তথ্য জানা নেই আজকের এই আর্টিকেলটি তাদের জন্যই। তাহলে চলুন এইবার নরভিস ৫০ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে এ বিষয়ে তুলে ধরা হলোঃ
  • সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য আপনার প্রয়োজন অনুযায়ী সেবন করা দৈনিক ২-৬ টি ট্যাবলেট গ্রহণ করা যাবে।
  • শিশুদের জন্য দৈনিক ৩ মিঃলিঃ/কেজি অথবা ৬ মিঃগ্রাঃ/কেজি দৈহিক ওজন হিসেবে সেবন করতে হবে।
  • এই ঔষধটি চিবিয়ে না খেয়ে অবশ্যই গিলে খাওয়ার চেষ্টা করুন।
  • এই ওষুধটি সেবন করার পরে যথেষ্ট পরিমাণে পানি পান করার চেষ্টা করুন।

নরভিস ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই বিশ্বে এমন কোন ঔষধ নেই যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রত্যেকটি ঔষধারী কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে পার্থক্য শুধু এতোটুকুই যে কিছু ঔষধে বেশি এবং কিছু ঔষধে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নরভিস ৫০ ঔষধটিও এর বাইরে নয়।

এই ওষুধটি গ্রহণের ফলে কারো কারো হাইপোটেনশন ও ট্যাকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে। এই দুটি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।

নরভিস ৫০ কি গর্ভাবস্থায় খাওয়া যাবে

নরভিস ৫০ কি গর্ভাবস্থায় খাওয়া যাবে? এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। নরভিস ৫০ ওষুধটি প্রাণীর ওপর গবেষণা করে দেখা গেছে যে, এটি Fetus এর উপর টাইমোনিয়াম মিথাইলসালফেট এর কোন ক্ষতিকর প্রভাব নেই। সাধারণ ব্যবহারে এখন পর্যন্ত Fetus কোন ক্ষতিকারক প্রভাব দেখা যায়নি।

এজন্য গর্ভাবস্থায় যদি এটি ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকার বেশি হয়ে থাকে তাহলে এটি ব্যবহার করা যাবে। তবুও এর পর্যাপ্ত পরিমাণে কোন তথ্য না থাকার কারণে এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

নরভিস ৫০ ব্যবহারে সতর্কতা

নরভিস ৫০ ব্যবহারে সতর্কতা
কিছু কিছু ক্ষেত্রে আমাদের নরভিস ৫০ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে আমাদের অজান্তেই এই ওষুধটি গ্রহণ করার ফলে আমাদের নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে চলুন এইবার জেনে নেওয়া যাক নরভিস ৫০ ব্যবহারে সতর্কতা সম্পর্কে-
  • যে সকল রোগীদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনে সতর্কতা অবলম্বনে করতে হবে।
  • যাদের তীব্র ফুসফুসের প্রদাহ, করোনারী অপর্যাপ্ততা, এবং অত্যাধিক দেহতাপ বৃদ্ধির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত।
  • এছাড়াও যে সকল রোগীদের বৃক্কিও ও যকৃতের অপর্যাপ্ত কার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করা উচিত।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা নরভিস ৫০ কিসের ঔষধ, এর কাজ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলে নরভিস ৫০ ওষুধটি নিয়ে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুত্বের সাথে শেয়ার করবেন।

এতক্ষণ ধরে আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরো নিত্যনতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ক্যাটাগরির বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url